Apan Desh | আপন দেশ

সাংবাদিক হত্যার প্রতিবাদ মানববন্ধন  

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৭, ৯ আগস্ট ২০২৫

সাংবাদিক হত্যার প্রতিবাদ মানববন্ধন  

ছবি : আপন দেশ

দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি সাংবাদিক  মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ আগস্ট) বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনের  সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের নানান অসঙ্গতি তুলে ধরেন। অথচ যার বিপক্ষে যায় তখন সাংবাদিককে আক্রমণ করা হয়। বক্তরা বলেন, আজ যদি সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার হতো তাহলে দেশে আর কোনো সাংবাদিক হত্যার শিকার হতো না। বর্তমান সরকার ও সাংবাদিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
 সাংবাদিকরা ও অনিরাপদ হলে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।

অনতিবিলম্বে দেশে সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করে বক্তারা  বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িতদের  গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 

মানববন্ধনে একুশে টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনি'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এম রফিক, নির্বাহী কমিটির সদস্য আমিরুজ্জামান বাবু, খবরপত্রের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মুহাম্মদ জিল্লুর রহমান, এম ইদুজ্জামান ইদ্রিস, দৈনিক বনিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহ আলম, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমান,  আমার বার্তার জেলা প্রতিনিধি মীর আবু বকর, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. ফিরোজ হোসেন,  ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান,  দৈনিক নিরপেক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান প্রমুখ। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়