Apan Desh | আপন দেশ

অবশেষে দুই প্রতিবন্ধীর বিয়ে 

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৮, ৩০ জুলাই ২০২৫

আপডেট: ১৫:২১, ৩০ জুলাই ২০২৫

অবশেষে দুই প্রতিবন্ধীর বিয়ে 

দুই শারীরিক প্রতিবন্ধী চামেলী খাতুন ও আব্দুর রহমান

অবশেষে দুই প্রতিবন্ধীর প্রেমের জয় হলো। দুই বছরের মন দেয়া নেয়ার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজশাহীর মেয়ে মোসা. চামেলী খাতুন ও চট্টগ্রামের ছেলে মো. আব্দুর রহমান । তারা দু’জনেই শারীরিক প্রতিবন্ধী।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজশাহী নগরীর ছোটবনগ্রাম এলাকায় জাকযমক আয়োজনে দুই শারীরিক প্রতিবন্ধীর বিবাহের কাজ সম্পন্ন হয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে নিজ খরচে বিয়ের আয়োজন করেন অটোরিক্সা গ্যারেজ মালিক মো. শফিকুল ইসলাম। সন্ধ্যায় তাদের গায়ে হলুদের আয়োজন করা হয়। রেজিস্ট্রি করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। বিয়েতে ৮০ (আশি) হাজার টাকা দেনমোহর ধার্য করা হয়। যার মধ্যে দুই হাজার টাকা নগদ পরিশোধ করেন মো. আব্দুর রহমান।

মোসা. চামেলী খাতুন রাজশাহীর পবা থানাধীন মাধইপাড়া এলাকার মো. কমিম উদ্দিনের মেয়ে। মো. আব্দুর রহমান চট্টগ্রামের ছেলে। তিনি নিজেকে এতিম দাবি করেন। তবে তার পিতা-মাতার নাম বা বংশ পরিচয় এখনও জানানি তিনি।

জানা যায়, গত দুই বছর যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় চামেলী ও আব্দুর রহমানের। এরপর শুরু হয় প্রেম ভালোবাসা।

পরবর্তীতে দুই মাস পূর্বে মো. আব্দুর রহমান চট্টগ্রাম থেকে প্রেমিকার খোঁজে খালি হাতে চলে আসে রাজশাহীতে। তারপর নগরীর ছোটবনগ্রাম এলাকায় চামেলীর বাসার পাশে এদিক-ওদিক ঘোরাফেরা করতে থাকে আব্দুর রহমান। সে সময় পরিচয় হয় ঐ এলাকার অটোরিক্স গ্যারেজ মালিক মো. শফিকুল ইসলামের সঙ্গে।

তারপর শফিকুল ইসলামের কাছে তার প্রেম ভালোবাসার কথা খুলে বলেন আব্দুর রহমান। তার কথা শুনে অবশেষে নিজ গ্যারেজেই কাজ দেন শফিকুল ইসলাম।

গ্যারেজে থাকা অবস্থায় মোসা. চামেলী খাতুন ও আব্দুর রহমানের প্রেমের সম্পর্ক আরও গভীর হয়। এক পর্যায়ে তাদের প্রেম ভালোবাসার কথা এলাকায় জানাজানি হলে দুই জনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন এলাকাবাসী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়