Apan Desh | আপন দেশ

ব্রীজের গার্ডারে ফাটল, ভোগান্তিতে এলাকাবাসী

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৬, ২৩ জুলাই ২০২৫

ব্রীজের গার্ডারে ফাটল, ভোগান্তিতে এলাকাবাসী

ছবি : আপন দেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা সদর থেকে শিলখুড়িগামী রাস্তার দুটি ঝুকিপূর্ণ ব্রীজে দূর্ঘটনা ঠেকাতে গ্রাম পুলিশ বসিয়ে মালামাল পারাপার করা হচ্ছে। যে কোন সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।

জানাগেছে, উপজেলা সদর থেকে শিলখুড়ি ইউনিয়নগামী রাস্তার দেবীবাড়ি নামকস্থানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ প্রায় ১৫ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মান করেন। প্রায় ৫০ বছরের পুরানা ব্রীজটির নিচের অংশে আরসিসি গার্ডারে দেখা দিয়েছে ফাটল, খসে গেছে পলেস্তার। এর ফলে ব্রীজটি দেবে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 

জরুরী মালমাল পরিবহণে ব্রীজের একপাড়ে মালামাল নামিয়ে শ্রমিক দিয়ে ব্রীজের অপর পাড়ে নিয়ে অন্য গাড়িতে লোড করা হচ্ছে। মালামাল বোঝাই যানবাহন যাতে পারাপার না হতে পারে এজন্য ব্রীজের দু’পাশে দুজন গ্রাম পুলিশ নিয়োগ দেয়া হয়েছে। শুধু তাইননয়, এ ব্রীজটির অদূরে আরো একটি ৩০ মিটার দৈর্ঘের ব্রীজেরও একই অবস্থা। ব্রীজটির মাঝখানে দেখা দিয়েছে ফাটল। ফাটল স্থানে কাঠ বসিয়ে চলাচল উপযোগী করে রাখা হয়েছে। রেলিং ভেঙ্গে গেছে অনেক আগেই।

শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, প্রায় ৫০ বছর আগে ব্রীজ দুটি নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন আগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ব্রীজ দুটিকে পরিত্যাক্ত ঘোষণা করেছে। কিন্তু  নতুন ব্রীজ নির্মাণের উদ্যোগ না নেয়ায় স্থানীয় জনসাধারণের ভোগান্তি বেড়েছে। 

তিনি আরো জানান, এ ইউনিয়নে ৪টি বিজিবি ক্যাম্প, ৩টি উচ্চ বিদ্যালয়, ১১টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাদরাসা রয়েছে। লোক সংখ্যা প্রায় ২৭ হাজার। যানবাহন না চলায় এবং শিক্ষার্থীদের পারাপার ও মালামাল পরিবহণ করতে না পারায় ভীষণ অসুবিধার সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার জানান, দীর্ঘদিন আগেই আমারা ব্রীজটি ঝুকিপূর্ণ ঘোষণা করেছি। জারুরী মালামাল পরিবহণের জন্য গ্রাম পুলিশ পাহারায় রাখা হয়েছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নতুন ব্রীজ নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়