
কে এম সাদমান
কক্সবাজারে হিমছড়ি সমুদ্রসৈকত এলাকায় গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান (২১)। তিনি মিরপুর এলাকার কে এম আনিসুর রহমানের ছেলে।
আরওপড়ুন<<>>হাসপাতালে নেয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট বাবা-ছেলে
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২) এবং একই এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।
আক্রান্ত তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমনাথ বসু বলেন, চার বন্ধু মিলে হিমছড়ি পয়েন্টে ঘুরতে আসেন। তিন বন্ধু এক সঙ্গে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যান। একজনের মরদেহ পাওয়া গেলেও এখনও দুইজন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিস ও সি সেইফ লাইফ গার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।