Apan Desh | আপন দেশ

হাসপাতালে নেয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট বাবা-ছেলে

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:১০, ৮ জুলাই ২০২৫

হাসপাতালে নেয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট বাবা-ছেলে

ফাইল ছবি।

সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাটারিচালিত রিকশায় অসুস্থ বাবাকে হাসপাতাল নেয়ার পথে  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন বাবা ও ছেলে। এছাড়া আহত হয়েছেন নিহতের অপর ছেলে।

মঙ্গলবার (০৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

আরওপড়ুন<<>>নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা ব্যবসা, গ্রেফতার ৪

পুলিশ ও স্থানীয়রা জানান, অসুস্থ বাবা আব্দুল মান্নানকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে তার দুই ছেলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়কের খানাখন্দের কারণে রিকশাটি রাস্তার মাঝখানে উঠে পড়ে। এ সময় বনপাড়াগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান ও তার ছোট ছেলে জুয়েল নিহত হন। আহত অবস্থায় বড় ছেলে রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় জুয়েল খন্দকার তার অসুস্থ বাবা মান্নান খন্দকারকে আটোভ্যানে করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলেন। ভ্যানটি ঘটনাস্থলে উল্টে গেলে বাবা ছেলে দুজনেই রাস্তার ওপর পড়ে যায়। এ সময় নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার সময় অটোভ্যান ও ট্রাক চালক পালিয়ে যায়। মরদেহ দুটি হাটিকুমরুল থানায় আনা হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়