Apan Desh | আপন দেশ

সবজি ব্যবসায়ী হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৬, ২০ মে ২০২৫

আপডেট: ১৫:২৪, ২০ মে ২০২৫

সবজি ব্যবসায়ী হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

ফাইল ছবি।

সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার পারমুন্দিয়া গ্রামের হায়দার আলীর ছেলে খাঁজা মিয়া, একই গ্রামের হায়দার আলীর ছেলে মো. বসু, হরিনাথপুর বিষপুকুর এলাকার মৃত মনো উদ্দিনের ছেলে মো. এনামুল, দরগাপাড়ার মৃত মজিবুর সেখের ছেলে মোজাহিদ, মাদারদহ পূর্বপাড়ার আব্দুর রহমান প্রধানের ছেলে সাইদুল ইসলাম ও সাঘাটা উপজেলার রামনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন সরকার।

আরওপড়ুন<<>>স্ত্রীকে হত্যা করে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

হত্যার শিকার সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম নওগাঁ সদরের কিসমত কসবা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আদালতের পেশকার মনোয়ারুল ইসলাম বলেন, ২০১৭ সালের ১০ আগষ্ট নওগার চরগৌরী হাট থেকে সবজি নিয়ে নাজমুল ইসলাম ঢাকার বাইপাইল এলাকার একটি আড়তে বিক্রি করেন। ১১ আগষ্ট রাত ৩টার দিকে চন্দ্রা এলাকা থেকে একটি কালো রংয়ের মাইক্রোবাসে নাজমুল ইসলামকে অপহরণ করা হয়।

এরপর পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরদিন ১২ আগষ্ট টাকা দিতে রাজি হন স্বজনরা। কিন্তু সকালে তারা জানতে পারেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে নাজমুলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরপর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে নাজমুলের মরদেহ শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রহমান বাদী হয়ে সলঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলা চলা অবস্থায় গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ গ্রামের এলাহী মুন্সির ছেলে সাইফুল ইসলামের মৃত্যু হয়। যে কারণে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ ছয়জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা আসামিরা পলাতক রয়েছেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়