
মির্জা আজমের সাবেক এপিএস জাবিপ্রবির শিক্ষক ইলিয়াস উদ্দিন।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক ইলিয়াস উদ্দিন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৫ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী।
ইলিয়াস উদ্দিন ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস)। মির্জা আজমের নিজ এলাকা মাদারগঞ্জ উপজেলার মোমেনাবাদ গ্রামের বাসিন্দা ইলিয়াস পরে জাবিপ্রবিতে শিক্ষক হিসেবে নিয়োগ পান।
বিশ্ববিদ্যালয়ের জারি করা আদেশে বলা হয়েছে, ইলিয়াস গত আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তিনি অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের জন্য অনলাইনে ক্লাস নেয়ার আবেদন করেন। কিন্তু উপযুক্ত প্রমাণ দেখাতে ব্যর্থ হন। বিধিমালা অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে। ১০ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে জানান, শিক্ষক ইলিয়াস উদ্দিনকে পলাতক হিসেবে চিহ্নিত করে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মির্জা আজমের এপিএস থাকার সুবাদে ইলিয়াস উদ্দিন বিপুল অর্থবিত্তের মালিক হয়ে ওঠেন। মির্জা আজম মেলান্দহ উপজেলায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পরই ইলিয়াস সেখানে শিক্ষক পদে যোগ দেন। যোগ্যতা না থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বাংলাদেশ স্টাডিজ বিভাগে প্রভাষক পদে নিয়োগ পান। পরবর্তীতে তাঁর স্ত্রী আফসানা আক্তারকেও অ্যাডহক ভিত্তিতে সেকশন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর এ দম্পতি দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিতে পারেনি। ছুটি ছাড়াই একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন তারা। নিয়মনীতি উপেক্ষা করে বছরের পর বছর চলেছে অনিয়ম। কিন্তু রাজনৈতিক ছত্রছায়ার কারণে কর্তৃপক্ষ ছিল নীরব।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, ছাত্রলীগের প্রাক্তন নেতা ইলিয়াস উদ্দিন ছিলেন অপ্রতিদ্বন্দ্বী প্রভাবশালী। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করত না। কর্মস্থলে নিয়মিত না থেকেও রাজধানীর নিজস্ব ফ্ল্যাটে অবস্থান করতেন তিনি।
সাময়িক বরখাস্তের বিষয়টি জানতে ইলিয়াস উদ্দিনের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।