Apan Desh | আপন দেশ

আমরা চাই দ্রুত সংস্কার শেষে নির্বাচন হোক: শামসুজ্জামান দুদু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৩, ২২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:৩৭, ২২ এপ্রিল ২০২৫

আমরা চাই দ্রুত সংস্কার শেষে নির্বাচন হোক: শামসুজ্জামান দুদু

ছবি: আপন দেশ

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপিও চায় দ্রুত সময়ে মধ্যে সংস্কার করে জাতীয় নির্বাচন আয়োজন করা হোক। এজন্য আলাদা কোনো আন্দোলনের প্রয়োজন নেই।

সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা শহরের দাদা মোড়ের আলমাস কমিউনিটি সেন্টারে বিএনপির ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস আগে ডিসেম্বরে নির্বাচন করার কথা বলেছিলেন। পরে আবার এক প্রেস নোটে জানানো হয়, নির্বাচন হবে জুনে। আমরা বলেছি, ডিসেম্বরে হোক বা জুনে—যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দিন। আন্দোলনের দরকার নেই।

তিনি আরও বলেন, ৩১ দফা শুধু বিএনপির একার দফা নয়। এটি বাংলাদেশের মানুষের চাওয়া। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, সেটিও ৩১ দফায় বিস্তারিত বলা আছে। বাংলাদেশকে এগিয়ে নিতে এ ৩১ দফার বিকল্প নেই।

প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় সদস্য আকরামুল হাসান মিন্টু, ড. মাহাদী আমিন ও কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা।

কর্মশালায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৬০০ তৃণমূল নেতা কর্মশালায় অংশ নেন। বিকাল সাড়ে ৪টায় ভার্চুয়ালি কর্মশালায় যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা