Apan Desh | আপন দেশ

স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এখন জিয়া মঞ্চের সভাপতি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৭, ২০ এপ্রিল ২০২৫

স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এখন জিয়া মঞ্চের সভাপতি

জামসেদুল ইসলাম টুটুল

নোয়াখালীর হরণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামসেদুল ইসলাম টুটুলকে একই ইউনিয়নের জিয়া মঞ্চের সভাপতি করা হয়েছে। গত ২৮ নভেম্বর জিয়া মঞ্চের হরণী ইউনিয়ন শাখার ২০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে টুটুলকে সভাপতি নির্বাচিত করা হয়। এতে দলটির নেতাকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, টুটুল ছিলেন হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর অনুসারী ছিলেন তিনি। নিয়েছেন দলীয় সুযোগ-সুবিধা।

নাম প্রকাশে অনিচ্ছুক জিয়া মঞ্চের একাধিক নেতাকর্মী জানান, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দমন-নিপীড়নে সহযোগিতা ছিল টুটুলের। সরকার পতনের পর এ ব্যক্তি কীভাবে নিজেকে বিএনপির লোক দাবি করে। কীভাবে জিয়া মঞ্চের মত সংগঠনের সভাপতি হয় তা বোধগম্য নয়।

আরওপড়ুন<<>>যুবদলকর্মীকে গুলি করে হত্যা

অভিযোগ নাকচ করে টুটুল বলেন, সাবেক এমপি মোহাম্মদ আলী আমাকে জোর করে পদ দিয়েছে। আমি পদ প্রত্যাখান করে এলাকা থেকে বেরিয়ে গেছি। তিন বছর এলাকায় থাকতে পারেনি। রক্তাক্ত অবস্থায় আওয়ামী লীগ আমাকে এলাকা থেকে বিতাড়িত করে। ২০১৮ সালের আগ পর্যন্ত আমি হরণী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম। জাতীয় নির্বাচনের সময় সাবেক এমপি মোহাম্মদ আলী নলের চর ও আলী বাজারের আমার দুটি দোকান বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে সাবেক এমপি মোহাম্মদ আলীর কাছে যেতে হয়েছে এবং নৌকার পক্ষে ভোট করতে আমাকে বাধ্য করা হয়েছিল।

হাতিয়া উপজেলা জিয়া মঞ্চের শাখার সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাস বলেন, টুটুলকে ২০১৭ সালে হরণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি করা হয়। বিষয়টি আমাদের জানা ছিল না। বিষয়টি জানার পর ওই কমিটি স্থগিত করা হয়েছে। তবে ২০১৮ সাল থেকে টুটুল আমাদের সঙ্গে বিএনপির রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।  

যোগাযোগ করা হলে জেলা জিয়া মঞ্চের আহবায়ক মো. মনির হোসেন বলেন, টুটুল এক সময় ছাত্রদল করতো। ২০২০ সালের পর থেকে তিনি ফেসবুকে সরকার বিরোধী ব্যাপক পোস্ট করেন। তবে অভিযোগ পাওয়ার পর পুরো কমিটি বাতিল করা হয়েছে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়