Apan Desh | আপন দেশ

জামালপুরে চাঁদার ৩৫ লাখ টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, বিএনপি অফিস ভাচুর

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫০, ৩০ মার্চ ২০২৫

আপডেট: ০০:১১, ৩১ মার্চ ২০২৫

জামালপুরে চাঁদার ৩৫ লাখ টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, বিএনপি অফিস ভাচুর

দুগ্রুপে সংঘর্ষ।

জামালপুরে বহ্মপু্ত্র নদের (জামালপুর অংশ) বালু মহালে ইজারার টাকা নিয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে হামলা, বিএনপির অফিসসহ চারটি মোটসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। শহরের  ছনকান্দা এলাকায় শনিবার ( ২৯ মার্চ) সন্ধায়  এ  সংঘর্ষ হয়। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জনৈক বালু ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, শহরের বহ্মপুত্র নদের পাড়ে ছনকান্দা এলাকায় বালু মহাল ইজারার নামে চাঁদাবাজির ৩৫  লাখ টাকা বাটোয়ারা নিয়ে দু'পক্ষের মধ্যে দ্বন্দ দেখা দেয়। দু’গ্রুটই বিএনপির নেতাকর্মী। তারা জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুনের সমর্থক। 

বালুদস্যু জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাজমুল হাসান সোহেল চাঁদাবাজির ৩৫ লাখ টাকা বন্টন করে নেয়। খবর পেয়ে যুবদল নেতা আল মুনতাসির বিল্লাহ নাহিদের নেতৃত্বে চাঁদাবঞ্চিতরা প্রতিবাদ করে। এতে সোহেলের নেতৃত্বে চাঁদাবাজরা হামলা করা হয়। এ সময় সোহেল সমর্থকরা নাহিদ সমর্থকদের ৪টি মোটরসাইকেল ভাংচুর করে। নাহিদের সমর্থকরা স্থানীয় ওয়ার্ড বিএনপির অফিসে হামলা চালায়। তারা অফিসে টাঙ্গানো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুর করে।

ওয়ার্ড বিএনপি অফিসে থাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুনের ছবি ভাংচুর করে দলীয় নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

স্থানীয়রা জানায়, ইজারার নামে বালু মহালগুলোতে দীর্ঘদিন ধরে বহ্মপুত্রের পাড়ে ঘাটে ঘাটে চাঁদাবাজি চলছে। সরকার আসে সরকার যায়, চাঁদাবাজি চলে আগের মতই। শুধু হাত বদল হয় চাঁদাবাজের। প্রতিমাসে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। বছরে কয়েক কোটি টাকা চাঁদা আদায় উত্তোলন করা হয়। ইজারার নামে হয় শুভংকরের ফাঁকি। কখনো হাইকোর্টে বালু মহালের লাইসেন্সের নামে রিট, আবার কখনো এক লাইসেন্সে সবকটি ঘাট আর এখন মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সে বালু উত্তলন হচ্ছে।

আরও পড়ুন<<>> প্রকৌশলী সুলতানের জালিয়াতি-লোপাটের ভয়ঙ্কর চিত্র, ফাঁসছেন দুই সহযোগি

ইজারার কথা প্রচার করলেও বালু উত্তোলনে ও ইজারার নামে তোলা চাঁদার পুরোটাই বালুদস্যু সিন্ডিকেটের পকেটে উঠছে। এ চাঁদার অর্ধেকের কম থাকে  সিন্ডিকেটের স্থানীয়দের পকেটে। অবশিষ্ট টাকা যায় তাদের শেল্টারদাতা বিএনপির ওই শীর্ষ নেতার কাছে। ফলে বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। নদের বলুমহাল থেকে ইজারার নামে চাঁদাবাজি বন্ধের দাবি স্থানীয়দের।

যুবদল নেতা আল মুনতাসির বিল্লাহ নাহিদ বলেন, পুরাতন  বহ্মপুত্র নদের ১২টি বালুঘাট থেকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা ফ্যাসিস আওয়ামী লীগ নেতার যোগসাজশে ইজারার নামে চাঁদাবাজি করছে। চাঁদাবাজির প্রতিবাদ করায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাজমুল হাসান সোহেলের নেতৃত্বে বালু দস্যুরা আমাদের উপর হামলা চালায়।

আরও পড়ুন<<>> জামালপুর জনস্বাস্থ্যের কোটিপতি অফিস সহকারী হোয়াইট বাবু ছায়া নির্বাহী!

হামলায় ৫ জন আহত হয়েছে। আমাদের ৪টি মোটরসাইকেল ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাহার হাজীর মেয়াদহীন লাইসেন্সে ইজারার নামে চাঁদাবাজি করছে। চাঁদাবাজির ৩৫ লাখ টাকা সোহেলসহ তার সঙ্গীয়দের পকেটে ঢুকেছে। ইজারার নামে চাঁদাবাজি বন্ধের দাবি জানান স্থানীয়  প্রশাসনের প্রতি।

এদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নাজমুল হাসান সোহেল সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে উঠা অভিযোগ সঠিক না। ইজারা (চাঁদার) টাকা উত্তোলনের কথা স্বীকার করেছেন তিনি। তারা ৩৫ লাখ টাকার কথা বলা হলেও স্বেচ্ছাসেবক দলের এ নেতা ২৫ লাখ টাকা বন্টনের কথা নিশ্চিত করেছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়