Apan Desh | আপন দেশ

প্রকাশ্যে চাঁদাবাজি, যুবদল নেতা বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

প্রকাশ্যে চাঁদাবাজি, যুবদল নেতা বহিষ্কার

ছবি : আপন দেশ

গাজীপুরের শ্রীপুরে দেশীয় অস্ত্র প্রদর্শন করে দলবলসহ উপজেলা যুবদল নেতার প্রকাশ্যে চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়েছে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় হ্যান্ড মাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেয় যুবদল নেতা জাহাঙ্গীর আলম। বিষয়টি নজরে আসতেই তাকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। 

অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদল সাবেক সদস্য সচিব।

ব্যবসায়ীদের অভিযোগ, শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এমসি বাজারে হঠাৎ করে জাহাঙ্গীর অর্ধশতাধিক লোকজন নিয়ে হাজির হন। সকলের মাথায় লাল কাপড় ও মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। এসময় তারা বাজার থেকে প্রকাশ্যে চাঁদা নেয়ার বক্তব্য দেয়। এর কিছুক্ষণ পর লম্বা রাম দা’র ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয়।

বাজারের এক দোকানি বলেন, রাম দা’র ভয় দেখিয়ে বেশকিছু লোক লাল কাপড় পরে এসে সবকিছু লুটপাট করে নেয়। অনেকেই দোকান ফেলে পালিয়ে যায়। ভয়ে অনেকেই টাকা-পয়সা দিয়ে জীবন রক্ষা করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বলতে শুনা যায়, জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান। এ সময় জাহাঙ্গীরকে বলতে শোনা যায়, প্রিয় দোকানদার ভাইয়েরা আমি জেল থেকে এসে ঘোষণা দিয়েছিলাম যে, এমসি বাজারটাকে আমার নিজস্ব লোক ও আপনাদের সহযোগিতার সুন্দরভাবে পরিচালনা করব। কিন্তু কিছু মানুষের জন্য আমি পারি নাই। আজকে আমি লোকজন নিয়ে বাজারে এসেছি। আপনাদের সঙ্গে সম্পর্ক করতে এবং আপনাদেরকে সহযোগিতা করতে।

তিনি বলেন, আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার এবং আপনাদের দয়া করে বলছি, এখন-এ মুহূর্তে আমার লোকজন খাজনা উঠানো শুরু করবে। কেউ বাধা দিবেন না। বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। অনেক খেসারত দিতে হবে। কে বাজার ইজারা নিলো কিনা সেটা আমার জানার বিষয় না। তাই কেউ বাধা দেবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। এখনই আমার লোকজন টাকা উঠানো শুরু করবে। এ সময় তার আশপাশে শতাধিক যুবক লাল কাপড় পরে ছিল। হাতে লম্বা লম্বা রাম দা ও দেশীয় অস্ত্র ছিল।

শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক সারোয়ার হোসেন শেখ বলেন, জাহাঙ্গীর আলম উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য। সশস্ত্র মহড়ার বিষয়টি জানা নেই। দল এগুলো সমর্থন করে না, আমরাও করব না।

গাজীপুর জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা বলেন, এ ধরনের বক্তব্য দল কোনভাবেই সমর্থন করে না। এ ধরণের বক্তব্য দলের জন্য খুবই সাংঘর্ষিক। ইতোমধ্যে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাকে বহিষ্কার করেছে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এমসি বাজার এলাকায় কিছু দুস্কৃতিকারী বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। দোকানদারদের ভয়ভীতি হুমকি দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অবগত হয়েছে। পুলিশের কয়েকটি টিম তাদের গ্রেফতারে কাজ করছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়