Apan Desh | আপন দেশ

চাঁদা দাবির অভিযোগে এবার জামায়াত রুকন বহিষ্কার

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১২:০১, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৫

চাঁদা দাবির অভিযোগে এবার জামায়াত রুকন বহিষ্কার

ফেনী জেলা জামায়াতের রুকন জাকির হোসেন

ফেনী আলিয়া কামিল মাদ্রাসার বরখাস্তকৃত অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দিতে চাঁদা দাবি করেন স্থানীয় জামায়াতের রুকন জাকির হোসেন। অধ্যক্ষের কাছে জামায়াত নেতার ৩ লাখ টাকা চাঁদা দাবির সে কল রেকর্ড ফাঁস হয়। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। 

চাঁদা দাবি করা ফেনী জামায়াতের রুকন জাকির হোসেনকে এরইমধ্যে দল থেকে বহিস্কার করা হয়েছে। জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কারের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে গঠনতন্ত্রের ৬২নং ধারার ২ উপধারা অনুযায়ী জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, ফেনী আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাহমুদুল হাসানের কাছ থেকে চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে পরে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া সে কল রেকর্ডে শোনা যায়, কত টাকা দিতে হবে জাকির হোসেনের কাছে জানতে চান মাহমুদুল হাসান। জবাবে জাকির বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে এবং সমীর নামে একজনের বিষয় আছে বলে উল্লেখ করেন। এ সময় মাহমুদুল হাসান মামলার খরচ আগে দুই লাখ টাকা দিয়েছেন বলে উল্লেখ করেন এবং আরও লাগবে কি-না জিজ্ঞেস করেন। এ ছাড়া এর আগে ওসির জন্য দেয়া এক লাখ দিয়েছেন কি-না জিজ্ঞেস করেন। উত্তরে জাকির হোসেন বিবেচনা করে টাকা দেয়ার কথা বলেন এবং মামলা ডিসক্লোজ করে দেয়ার আশ্বাস দেন।

আরও পড়ুন<<>>একই দিনে ফাল্গুন-ভ্যালেন্টাইনে খুশি প্রভা

স্থানীয়রা জানিয়েছেন, অনিয়ম-দুর্নীতির দায়ে ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ পদ থেকে সাময়িক বহিষ্কার হওয়া মাহমুদুল হাসান স্বপদে ফিরতে নানামুখী তদবীর করছেন। তাকে স্বপদে ফেরানোর আশ্বাস দিয়ে কেউ কেউ টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ আছে। সম্প্রতি বহিষ্কৃত এক ছাত্র সমন্বয়কের সঙ্গে মোবাইল ফোনে মাহমুদুল হাসানের চাঁদা লেনদেন সংক্রান্ত কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জাকির হোসেন মিয়াকে বহিষ্কার করা হয়েছে। জামায়াত ইসলামী কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয় না। কোনো অনৈতিক কাজে জামায়াতের কেউ জড়িত থাকলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। 

এদিকে ফেনী জেলা ছাত্রদলের সহসভাপতি ইউনুছ রুবেল বলেন, গত ১৪ আগস্ট রাতে আমার এক বন্ধু কুমিল্লা থেকে এসে ফেনীর একটি হোটেলে ওঠেন। সেদিন মধ্যরাতে জামায়াতের নেতা জাকির আকস্মিক হোটেলে গিয়ে তাঁর কাছ থেকে মোবাইল, নগদ অর্থ, মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেন। পরে এ বিষয়ে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত: সিইসি আ.লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি শেখ হাসিনাদের বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর, মানবতাবিরোধী অপরাধ নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান ঘটল শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করল ডাকসু রাজপথের আ. লীগ অধিক শক্তিশালী-জনপ্রিয়: রিচি সোলায়মান