Apan Desh | আপন দেশ

বাবার বাড়ি যেতে চাওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:২৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বাবার বাড়ি যেতে চাওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক

ছবি: আপন দেশ

পাবনায় প্রকাশ্য দিবালোকে স্ত্রী সাথী খাতুনকে (১৭) ছুরিকাঘাতে হত্যা করেছে ঘাতক স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী শাওন ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পাবনার পৌর সদরের দিলালপুর টেকনিক্যাল এলাকায় এ ঘটনা ঘটে। পাবনা সদর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাথী খাতুন সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামের নবিরুল ইসলামের মেয়ে। আর আটক শাওন পাবনা পৌরসভার দিলালপুর পুরাতন টেকনিক্যাল এলাকার শরিফ উদ্দিনের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে প্রেমের সম্পর্ক থেকে পারিবারিকভাবে সাথী ও শাওনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। মাঝে মাঝে সাথীকে মারপিট করতেন শাওন। তারই জেরে এদিন সকালে সাথী তার বাবার বাড়ি যাওয়ার কথা বললে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। 

একপর্যায়ে শাওন পেছন থেকে সাথীকে ছুরিকাঘাত করে। এ সময় ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা গিয়ে শাওনকে আটক করে। এছাড়া গুরুতর আহতাবস্থায় সাথীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি (তদন্ত) বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামী শাওনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচার প্রশ্নফাঁসের প্রমাণ মিললে পরীক্ষা বাতিল করা হবে: ডিজি উত্তেজনার মাঝেই ভারতে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের শরফুদ্দৌলা স্বৈরাচারের দোসররা ভোট ভন্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা আপিলের দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে ইইউ আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি শিশু নিহত সিরিয়ায় আইএস নির্মূলে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা বায়ুদূষণে ‘বিশ্বসেরা’ শহর ঢাকা বিক্ষোভ দমনে কঠোর ইরান, ব্যাপক হতাহতের আশঙ্কা নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, জেনে নিন বাজারদর শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ‘ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়’