Apan Desh | আপন দেশ

চট্টগ্রামে নারী বেশি, তবুও ‘অবিবাহিত’ বেশি পুরুষ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৫, ২৭ জুন ২০২৪

চট্টগ্রামে নারী বেশি, তবুও ‘অবিবাহিত’ বেশি পুরুষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। বিবাহিতের হারেও পুরুষের চেয়ে এগিয়ে নারীরা। ৬৩.৫৪ শতাংশ বিবাহিত নারীর বিপরীতে বিবাহিত পুরুষ রয়েছেন ৫৬.৫৭ শতাংশ। আর ২৬.৫২ শতাংশ অবিবাহিত নারীর বিপরীতে অবিবাহিত পুরুষের হার ৪২.৪৩ শতাংশ।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ২০২২ সালের ১৪ জুন পর্যন্ত চট্টগ্রামে জনসংখ্যা ছিল ৯১ লাখ ৬৯ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পল্লী অঞ্চলে ৪২ লাখ ৮৪ হাজার ২৪৯ জন, শহর অঞ্চলে ৪৮ লাখ ৮৫ হাজার ২১৬ জন। ১০ বছর আগে ২০১১ সালে চট্টগ্রামে জনসংখ্যা ছিল ৭৬ লাখ ১৬ হাজার জন। সে হিসেবে ১০ বছরে জেলায় জনসংখ্যা বেড়েছে ১৫ লাখ ৫৩ হাজার।

চট্টগ্রামে প্রতি বর্গকিলোমিটারে বাস করেন এক হাজার ৭৩৬ জন। ২০১১ সালে যে সংখ্যা ছিল এক হাজার ৪৪২। জেলায় জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার এক দশমিক ৬৫ শতাংশ। যেটি ২০১১ সালে ছিল এক দশমিক ৪০ শতাংশ।

চট্টগ্রামে মোট জনসংখ্যার ৮৭.৫৩ শতাংশ মুসলিম। এছাড়া বাকি জনসংখ্যার ১০.৭২ শতাংশ হিন্দু, এক দশমিক ৬৩ শতাংশ বৌদ্ধ, ০.০৯ শতাংশ খ্রিস্টান এবং ০.০৩ শতাংশ অন্যান্য ধর্মাবলম্বী বলে জানানো হয়।

এছাড়া জেলায় অবিবাহিত নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি। ২৬.৫২ শতাংশ অবিবাহিত নারীর বিপরীতে অবিবাহিত পুরুষের হার ৪২.৪৩ শতাংশ।

জেলায় পুরুষের চেয়ে বেশি নারীর সংখ্যা। প্রতি ১০০ জন নারীর অনুপাতে পুরুষের সংখ্যা ৯৯.৩৭ শতাংশ। জেলায় পুরুষের সংখ্যা ৪৫ লাখ ৭০ হাজার ১১৩ এবং নারীর সংখ্যা ৪৫ লাখ ৯৮ হাজার ৯২৬ জন। সে হিসেবে নারী ২৮ হাজার ৮১৩ জন বেশি।

জেলায় বিবাহিত নারী ৬৩.৫৪ শতাংশ, বিবাহিত পুরুষ ৫৬.৫৭ শতাংশ, বিধবা ৮.৯৯ শতাংশ, বিপত্নীক শূন্য দশমিক ৭৯ শতাংশ, তালাকপ্রাপ্ত নারী শূন্য দশমিক ৪২ শতাংশ, তালাকপ্রাপ্ত পুরুষ ০.০৯ শতাংশ, দাম্পত্য বিচ্ছিন্ন নারী শূন্য দশমিক ৫২ শতাংশ এবং পুরুষ শূন্য দশমিক ১৩ শতাংশ।

উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি জনসংখ্যা ফটিকছড়িতে। এ উপজেলায় মোট জনসংখ্যা ছয় লাখ ৪২ হাজার ৭৬ জন। এছাড়া বাঁশখালীতে পাঁচ লাখ ৩৭ হাজার ৫৫৫ জন, সীতাকুণ্ডে চার লাখ ৫৭ হাজার ৩৬৮ জন, হাটহাজারীতে চার লাখ ৯৮ হাজার ১৭৯ জন, সাতকানিয়ায় চার লাখ ৫৪ হাজার ৫১ জন, মীরসরাইয়ে চার লাখ ৭২ হাজার ৭৭৭ জন, আনোয়ারায় তিন লাখ ১৯ হাজার ৪৮২ জন, লোহাগাড়ায় তিন লাখ ২৮ হাজার ২০৬ জন, পটিয়ায় তিন লাখ ৯৭ হাজার ৬৭২ জন, রাঙ্গুনিয়ায় তিন লাখ ৯২ হাজার ৮৯৮ জন, রাউজানে তিন লাখ ৯৬ হাজার ৩৫০ জন,  সন্দ্বীপে তিন লাখ ২৭ হাজার ৫৫৩ জন, বোয়ালখালীতে দুই লাখ ৫৮ হাজার ৬৭৫ জন, চন্দনাইশে দুই লাখ ৫২ হাজার ২৩৮ জন এবং কর্ণফুলীতে দুই লাখ ৩ হাজার ৬৯৭ জন।

চট্টগ্রামে সাক্ষরতার হার ৮১.০৬ শতাংশ। এরমধ্যে নারী ৭৯.২৬ শতাংশ এবং পুরুষ ৮২.৮৮ শতাংশ। জেলায় ১৫ থেকে ২৪ বছর বয়সী জনসংখ্যার প্রায় ৩০.৩৮ শতাংশ তরুণ-তরুণী পড়ালেখা, কাজ বা কোনো ট্রেনিং কার্যক্রমে যুক্ত নেই। এরমধ্যে নারীর সংখ্যা ৪৬.৬২ শতাংশ এবং পুরুষের সংখ্যা ১২.১৬ শতাংশ।

চট্টগ্রামে কমেছে কৃষিনির্ভর পেশার পরিমাণ। জেলায় কৃষিক্ষেত্রে কাজ করা জনসংখ্যার পরিমাণ ১৭.৪৬ শতাংশ। এছাড়া শিল্পখাতে জড়িত ২৮.৭৪ শতাংশ এবং সেবাখাতে ৫৩.৮০ শতাংশ।

১৫ বছরের ঊর্ধ্বে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৭৭.০৭ শতাংশ। এরমধ্যে নারী ৬৮.৫০ শতাংশ এবং পুরুষ ৮৫.৯৮ শতাংশ। অন্যদিকে ইন্টারনেট ব্যবহার করেন ৫০.৮২ শতাংশ। এরমধ্যে নারী ৪২.৪৩ শতাংশ এবং পুরুষ ৫৯.৫৪ শতাংশ।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়