Apan Desh | আপন দেশ

তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২২, ৬ জুলাই ২০২৫

আপডেট: ১৩:২৩, ৬ জুলাই ২০২৫

তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

ফাইল ছবি

দেশের তিনটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসেরও আশঙ্কা রয়েছে।

রোববার (০৬ জুলাই) আবহাওয়াবিদ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ভারি বর্ষণের সতর্কবার্তায় এ তথ্য জানা গেছে।

আরওপড়ুন<<>>দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার-২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (১৮৮ মিলিমিটার-২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এছাড়া বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়