Apan Desh | আপন দেশ

ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব দিয়ে অভিনেত্রীকে মেসেজ, অতঃপর…

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৬, ৫ সেপ্টেম্বর ২০২৫

ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব দিয়ে অভিনেত্রীকে মেসেজ, অতঃপর…

জান্নাতুল ফেরদৌস পিয়া। ছবি সংগৃহীত

বিনোদন জগতের তারকাদের নিয়ে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে সম্প্রতি আলোচিত মডেল-অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া এমনই একটি ঘটনা সামনে এনেছেন।

এ অভিনেত্রীকে তার একজন ভক্ত ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব দিয়ে ইনবক্সে মেসেজ দেন। বিষয়টি জানাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেসেজের স্ক্রিনশট প্রকাশ করেন পিয়া।

মেসেজে ওই ভক্ত লেখেন, আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।

আরওপড়ুন<<>>অভিনেত্রীকে ১০২ কোটি জরিমানা!

এরপর তিনি আরও যোগ করেন, আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।

শুধু তাই নয়, পিয়ার ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বরও চান তিনি। তবে এ অভিনেত্রী এসব মেসেজের নির্দিষ্ট কোনো উত্তর দেননি। শেষ পর্যন্ত একটি ফোন নম্বর পাঠান যেটি আসলে রাজধানী ঢাকার গুলশান থানার।

এদিকে, পিয়ার এ পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার জন্ম দিয়েছে। অনেকেই ভক্তের এমন প্রস্তাব নিয়ে মজা করছেন, আবার কেউ কেউ মন্তব্য করছেন, কারও আবেগ নিয়ে এভাবে রসিকতা করা উচিত হয়নি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা