Apan Desh | আপন দেশ

পরকীয়া নিয়ে মুখ খুললেন সারিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৪, ১ জুন ২০২৫

পরকীয়া নিয়ে মুখ খুললেন সারিকা

ছবি: সংগৃহীত

শোবিজ অঙ্গণের তারকাদের প্রেম, বিয়ে পরকীয়া নিয়ে গুঞ্জনের শেষ নেই। এবার সেই তালিকায় নাম এলো জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন। আর তাতেই নাকি সংসার ভাঙতে চলেছে এ অভিনেত্রীর।

প্রথম স্বামীর সঙ্গে ডির্ভোস হওয়ার পর আহমেদ রাহীকে বিয়ে করেন জনপ্রিয় এ অভিনেত্রী। কিন্তু বিয়ের তিন বছর পেরোতেই আবারও বিবাহবিচ্ছেদের গুঞ্জন উঠেছে সারিকার জীবনে। এজন্য দায়ী করা হয়েছে পরকীয়াকে। এদিকে, পরকীয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে খোলামেলা কথা বলেন এ অভিনেত্রী।

তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে টুকটাক বনিবনা না হওয়া বা ন্যাচারাল ১৯-২০ যেমন ঝগড়া হয়, ওটাই হয়েছে। তিন বছর পেরিয়ে চতুর্থ বছরের সংসার জীবনে আছি। দীর্ঘ সময়ে আমরা এক রাতও আলাদা থাকিনি।

আরওপড়ুন<<>>আমাকে একা পেয়ে কেবিনে আসেন পরিচালক

পরকীয়া-বিচ্ছেদ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, এমন তথ্য একেবারেই ভিত্তিহীন। এটি সম্পূর্ণ মিথ্যা। আমি আমার স্বামী-সন্তানের সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে যেয়েই ভুয়া খবরটি পেলাম। এমন খবর কে বা কারা ছড়ায় জানতে পারলে সমাধান বলতে পারতাম।

শোবিজ পাড়ায় গুঞ্জন উঠেছে,  গুলশানের এক কেমিক্যাল ব্যবসায়ীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন। স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ বেড়ে যাওয়ায় নতুন এক ব্যবসায়ীকে মন দিয়েছেন তিনি। ভক্তমহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরকীয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কথা বললেন এ অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিম খানকে ভালোবেসে বিয়ে করেন সারিকা সাবরিন। বিয়ের পরের বছরই তাদের ঘর আলো করে আসে এক কন্যাসন্তান। মেয়ের বয়স ১ বছর হতেই ২০১৬ সালে তাদের মধ্যে ডির্ভোস হয়ে যায়। এর ৬ বছর পর ২০২২ সালে দুই পরিবারের সম্মতিতে আহমেদ রাহীকে দ্বিতীয়বার বিয়ে করেন সারিকা।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা