Apan Desh | আপন দেশ

জামদানি পড়ে মিস ইউনিভার্সে মিথিলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩০, ১৯ নভেম্বর ২০২৫

আপডেট: ১৩:৩২, ১৯ নভেম্বর ২০২৫

জামদানি পড়ে মিস ইউনিভার্সে মিথিলা

তানজিয়া জামান মিথিলা

থাইল্যান্ডের পাতায়া চলছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। সেখানে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্প, জামদানি শাড়িকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য বেছে নিয়েছেন এ মডেল ও অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মিথিলা লিখেছেন, মিস ইউনিভার্স মঞ্চের জাতীয় পোশাকটি সজ্জিত হয়েছে একটি রাজকীয় জামদানি শাড়িতে, যা বাংলাদেশের রাজকীয় ঐতিহ্যের এক জীবন্ত উত্তরাধিকার।

মুঘল সম্রাট, নবাব এবং বাংলার অভিজাতদের জন্য বোনা এ জামদানি শাড়ি শত শত বছরের রাজকীয় পৃষ্ঠপোষকতা এবং সাংস্কৃতিক গর্বের প্রতীক। মিথিলার কথায়, এটি এমন একটি কাপড়, যার প্রতিটি সুতোয় রয়েছে শিল্পকলা, নিষ্ঠা এবং চিরন্তন কমনীয়তা।

আরও পড়ুন<<>>‘বিশ্ব সুন্দরী’ হতে ভোট চাইলেন জেসিয়া 

পোশাকটি তৈরিতে ব্যবহার করা হয়েছে সেরা সুতির তন্তু। এটি সজ্জিত হয়েছে স্বর্ণালী জরি মোটিফে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরবর্তী তাঁতশিল্পীদের দ্বারা নিপুণভাবে বোনা হয়েছে এ বিশেষ শাড়িটি। জামদানির জন্মস্থান হিসেবে পরিচিত এ অঞ্চল থেকেই এর বুনন-প্রথা বহমান।

মিথিলা জানান, এ বিশেষ শাড়িটি সম্পূর্ণ হাতে তৈরি এবং এটি সম্পূর্ণ করতে সময় লেগেছে ১২০ দিনেরও বেশি। শাড়িটির ডিজাইনার হলেন আফ্রিনা সাদিয়া সৈয়দা। মিথিলার পরা এ জামদানি শাড়িতে ফুটে উঠেছে স্নিগ্ধ শাপলা মোটিফ। শাপলা হলো বাংলাদেশের জাতীয় ফুল। শুধু পোশাকেই নয়, মিথিলার সোনার গয়নাতেও শোভা পাচ্ছে একই শাপলা ফুল। ৬ ইয়ার্ডস স্টোরি লরা খানের নকশা করেছেন।

উল্লেখ্য, ২০১৩ সালে ইউনেস্কো এ প্রাচীন শিল্পকলাকে মানবতার এক অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়, যা জামদানির চিরন্তন সৌন্দর্য এবং কারুশিল্পকে বৈশ্বিকভাবে উদযাপন করে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়