Apan Desh | আপন দেশ

নিজের চেয়ে ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ১৮ জুন ২০২৫

আপডেট: ১৮:০৯, ১৮ জুন ২০২৫

নিজের চেয়ে ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল!

ছবি: সংগৃহীত

পর্তুগালের কাছে উয়েফা নেশন্স লিগের ফাইনালে হারের পর ইতালিতে ছুটি কাটাচ্ছেন বার্সেলোনার ১৭ বছর বয়সী তারকা লামিনে ইয়ামাল। আর অবসর কাটাতে গিয়েই মিডিয়ার স্পটলাইটে চলে এসেছেন তিনি। তবে এবারের কারণটা তার ব্যক্তিজীবন কেন্দ্রিক।

ইয়ামাল একটি বিলাসবহুল রিসোর্ট ধাঁচের জায়গা থেকে কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। যেখানে নৌকা ভ্রমণ, পুলের ধারে আরাম করার মুহূর্ত, এমনকি হেলিকপ্টার রাইডও ছিল। তবে আশ্চর্যের বিষয় হলো- ৩০ বছর বয়সী ফাতি ভাসকেজ নামের এক স্প্যানিশ বিমানবালা যিনি এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনিও একই জায়গা থেকে একই ধরনের পোস্ট শেয়ার করেন। আর তাতেই অনেকেই দাবি করছেন,  ইয়ামাল-ভাসকেজ একে অপরের প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।

ফাতি ভাসকেজ বিমানবালা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সেই পেশা থেকে সরে এসে এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে নাম কামিয়েছেন। তার ইউটিউব চ্যানেল ও ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলোয়ারের সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়েছে। সেখানে তিনি লাইফস্টাইল, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক কসরত বিষয়ক কনটেন্ট শেয়ার করে থাকেন।

এদিকে, ১৩ বছরের বড় ফাতির সঙ্গে ইয়ামালের সম্পর্কের গুঞ্জন তখনই ছড়িয়ে পড়ে যখন দেখা যায় যে ফাতি ও ইয়ামাল দুজনেই একই জায়গা থেকে ছবি পোস্ট করেছেন। একই হেলিকপ্টার, অভ্যন্তরের সাজসজ্জায় মিলে যাওয়া একটি প্রাইভেট জেট, একটি সুইমিং পুলসহ হোটেল এবং ইতালির সূর্যাস্তের দিকে মুখ করা একটি টেরেস — সবকিছুর মিল খুঁজে পাওয়া যায়।

আরওপড়ুন<<>>ম্যাক্সওয়েলের ১৩ ছক্কায় রেকর্ডগড়া শতক

যদিও তারা একসঙ্গে ছবি তোলেননি, তবে যেসব উপাদানে মিল পাওয়া গেছে—যেমন হেলিকপ্টারের সিরিয়াল নাম্বার বা আবাসনের স্থাপত্যশৈলী—তা থেকেই জোর গুঞ্জনের সূত্রপাত হয়েছে।

বড় বোমাটি ফাটিয়েছে স্প্যানিশ সাময়িকী লেকচারাস। মঙ্গলবার (১৭ জুন) রাতে তাদের প্রচ্ছদে ইয়ামাল ও ফাতির অবসর কাটানোর ছবি প্রকাশ করেছে সাময়িকীটি। সেই ছবিতে সৈকতে একসঙ্গে দাঁড়িয়ে হাসাহাসি করতে দেখা যাচ্ছে তাদের। আরেক ছবিতে সমুদ্রের বুকে স্পিডবোটে একসঙ্গে ঘুরছিলেন তারা। ইয়মাল বোট চালাচ্ছিলেন আর পেছনে বসা ফাতি তাকে জড়িয়ে ধরে আছেন।

তবে নিজের চেয়ে ১৩ বছরের বড় তরুণীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ইয়ামাল। ডেইলি মেইলের দাবি, স্প্যানিশ টিভি গসিপ রিপোর্টার শাবি দি ইয়োসকে নাকি ইয়ামাল জানিয়েছেন, ফাতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তারা ডেটও করছেন না। দি ইয়োস আরও জানিয়েছেন, ইয়ামাল সেখানে একা ঘুরতে যাননি। তার সঙ্গে সেখানে তার ক্লাবের সতীর্থরাই ছিলেন।

 দি ইয়োসের দাবি, ফাতি হয়ত বার্সেলোনার অন্য কোনো খেলোয়াড়ের বন্ধু। যিনি ইয়ামালের সঙ্গে ইতালি সফরে গিয়েছেন, কিংবা তার কোনো সতীর্থের সঙ্গে প্রেম করছেন।

তবে প্রেমের গুঞ্জন ছড়ানোর পর থেকেই নানা হুমকির মুখে পড়েছেন ফাতি ভাসকেজ। এ নিয়ে ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক যে কিছু মানুষ এমন অন্ধভাবে ঘৃণা করে যে, তারা এমন একজন মানুষের মৃত্যুকামনা করে যাকে তারা চিনেই না। আমি তাদের আরোগ্য কামনা করি, যেন তারা আর কাউকে ধ্বংস করতে না চায়।
আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা