Apan Desh | আপন দেশ

‘আমারাও দুজন স্বামী রাখার অনুমতি চাই’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ২৭ জুন ২০২৪

আপডেট: ১৫:৪১, ২৭ জুন ২০২৪

‘আমারাও দুজন স্বামী রাখার অনুমতি চাই’

ছবি: সংগৃহীত

গত ২১ জুন থেকে শুরু হয়েছে বিগ বসের তৃতীয় সিজন। সালমান খানের পরিবর্তে এবার অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অভিনেতা অনিল কাপূর। এ সিজনে রয়েছে বেশ কিছু চমক। যাদের মধ্যে রয়েছেন ইউটিউবার আরমান মালিক ও তার দুই স্ত্রী। 

নেটদুনিয়ায় দুই স্ত্রীকে নিয়ে ভাইরাল আরমান। তাদের ভিডিও কিংবা কোনো কর্মকাণ্ড মানেই আলোচনার সৃষ্টি। বিগ বসের ঘরে পা রেখেই সেই আলোচনায় আরও ঘি ঢেলেছেন এ তিনজন।

দুই স্ত্রীকে নিয়ে ভ্লগ বানিয়ে কম বিতর্কের সৃষ্টি করেন আরমান। বিগ বসের ঘরে এসেও হয়েছেন কটাক্ষের শিকার। আরমানকে খোঁচা দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন লক আপ রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী আজমা ফল্লাহ।

আরমান যেমন দুই স্ত্রীকে নিয়ে বিগ বসের ঘরে এসেছেন, তেমনই যেন একজন নারী দুই স্বামীকে নিয়ে এ প্রতিযোগিতায় যেতে পারেন সেটাই মন্তব্য করেছেন তিনি। এক্ষেত্রে আজমার যুক্তি, সমাজ যদি আরমানকে মেনে নেয় তাহলে নারীদেরও মেনে নেবে।

আরও পড়ুন>> বিয়েবহির্ভূত সম্পর্কে রয়েছেন বিজয়-তৃষা

এক ভিডিও বার্তায় এ মডেল বলেন, ‘আজ আমি বিগ বস ওটিটির তৃতীয় সিজন নিয়ে কথা বলব। যেখানে আরমান মালিক দুজন স্ত্রীকে নিয়ে এসেছেন। কিছু মানুষ আছেন যারা বলছেন, ওদের কোনও সমস্যা যখন নেই তাহলে বাকিদের কেন হচ্ছে। আমাদেরও কোনও সমস্যা নেই। শুধু আমাদের একটা অনুমতি লাগবে। আর সেটা হলো, আমরাও যেন দুজন স্বামীকে রাখতে পারি। তখন সেটা এত সহজে মেনে নেবেন তো? তখন আমরাও এটাকে স্বাভাবিক বিষয় বলে মেনে নেব।’

তিনি আরও বলেন, ‘যদি আমাদের জীবনে দুজন স্বামী থাকে তাহলে সেটা অন্যায়। একজন ছেলে দুজন স্ত্রীকে নিয়ে প্রতিযোগিতায় এসেছেন, সেটা সকলে উপভোগ করছে। আমাদেরও দুজন স্বামী রাখার অনুমতি দেয়া হোক। হিসেবটা সমানুপাতিক হওয়া উচিত, তাই না? আমরাও তখন দুজন স্বামীকে নিয়ে খুশি থাকব।’

জানা যায়, আরমান মালিক ১৭ বছর বয়সে প্রথম বিয়ে করেন। ২০১১ সালে তার বিয়ে হয়েছিল পায়েলের সঙ্গে। জন্ম হয়েছিল তাদের প্রথম সন্তান চিরায়ু মালিকের। তবে স্ত্রী পায়েলের বান্ধবীকেই দ্বিতীয় বিয়ে করেন আরমান। আর সেটা পায়েলকে ডিভোর্স না দিয়েই। ২০১৮ সালে বিয়ে হয়েছিল কৃতিকা আর আরমানের। এরপর থেকে দুই স্ত্রীকে নিয়েই সুখে সংসার করছেন এ যুবক। তাদেরকে নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করে আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায়। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচার প্রশ্নফাঁসের প্রমাণ মিললে পরীক্ষা বাতিল করা হবে: ডিজি উত্তেজনার মাঝেই ভারতে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের শরফুদ্দৌলা স্বৈরাচারের দোসররা ভোট ভন্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা আপিলের দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে ইইউ আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি শিশু নিহত সিরিয়ায় আইএস নির্মূলে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা বায়ুদূষণে ‘বিশ্বসেরা’ শহর ঢাকা বিক্ষোভ দমনে কঠোর ইরান, ব্যাপক হতাহতের আশঙ্কা নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, জেনে নিন বাজারদর শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ‘ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়’