Apan Desh | আপন দেশ

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সিদ্দিকের সাবেক স্ত্রী

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৮, ২১ মে ২০২৫

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সিদ্দিকের সাবেক স্ত্রী

মারিয়া মিম

ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ছয় বছর আগে সিদ্দিক-মিম দম্পতির বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। এবার প্রেমিককে বিয়ের ঘোষণা দিয়েছেন এ অভিনেত্রী।

২০১২ সালে অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করেন মিম। বিয়ের এক বছর পরেই তাদের সংসার আলো করে আসে প্রথম সন্তান আরশ হোসেন। স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার ছিলো মিমের। কিন্তু ২০১৮ সালের শুরুতে বিনোদন জগতে কাজ করতে চান মারিয়া। এ নিয়ে সিদ্দিকের সঙ্গে মনোমালিন্য শুরু হয়। যা এক পর্যায়ে ডিভোর্সে রূপ নেয়। ২০১৯ সালে সিদ্দিক-মারিয়ার বিচ্ছেদের মধ্যে দিয়ে আলাদা হয়ে যান তারা।

এরপর পেরিয়ে গেছে ৬ বছর। নতুন করে আবারও সম্পর্কে জড়িয়েছেন মারিয়া মিম। সম্প্রতি ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে নিজের ভালোবাসার মানুষের চেহারা ঢেকে রাখলেও ওই যুবককে ‘আমার ভালোবাসা’ বলেই সম্বোধন করেছেন এ মডেল ও অভিনেত্রী।

আরওপড়ুন<<>>মন ভালো নেই বলি অভিনেত্রী উর্বশীর

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মারিয়া মিম জানালেন, খুব শিগগিরই প্রেমিককে বিয়ে করতে চলেছেন তিনি।‘হ্যাঁ, আমি প্রেম করছি। তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না। তিনি মিডিয়ার বাইরের লোক। সামনেই আমরা বিয়ে করব বলেও জানান মিম।

এ অভিনেত্রী চান না তার সাবেক স্বামীকে জড়িয়ে কোনো প্রশ্ন তৈরি হোক। মিম বলেন, সিদ্দিক তো আমার সাবেক। ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ। তিনি আমার জন্য এখন একজন পরপুরুষ। যার সঙ্গে দেখা করাটাও পাপ। প্লিজ, সিদ্দিককে জামাই বানায় দিয়েন না।

এদিকে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ নিয়ে অশ্লীলতার অভিযোগে যে ৬ মডেল-অভিনেত্রী ও ৩ নির্মাতাকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। তাদের মধ্যে মারিয়া মিমের নামও রয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়