
ছবি : আপন দেশ
তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চলবে এ কর্মসূচি।
মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন শহিদ সাজিদ এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্ররাজনীতির ধারা বদলেছে। ছাত্রদের কল্যাণেই ছাত্ররাজনীতি হওয়া উচিত। জবি ছাত্রদল যে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে, তা শিক্ষার্থীদের উপকারে আসবে।
কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এদিন ইতোমধ্যে দুই শতাধিক শিক্ষার্থী সেবা গ্রহণ করেছেন বলে জানান সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রূপন্তী রত্না। তিনি বলেন, প্রথম দিনে আমরা গাইনি সেবা দিয়েছি। বুধবার স্কিন বিভাগ এবং বৃহস্পতিবার মেডিসিন বিভাগে সেবা প্রদান করা হবে।
এ সময় জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা ধারনা করেছিলাম যে আমরা মোটামুটি সাড়া পাবো কিন্তু আমরা আশাতীত সাড়া পেয়েছি। ভবিষ্যতেও আমরা এধরনের কার্যক্রম চলমান রাখবো।
জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থীরা যে পরিমাণ মৌলিক স্বাস্থ্যসেবা পাওয়ার কথা, তা পাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধের ব্যবস্থা নেই। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।
উক্ত কর্মসূচিতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী স্পেশালিষ্ট ডা. সাব্বির শরিফ, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের গাইনী স্পেশালিষ্ট ডা. উম্মে হানি প্রীথি ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী স্পেশালিষ্ট ডা. ফাইরুজ ফানান্না শিক্ষার্থীদের সেবা প্রদান করেন। এছাড়াও দুটি ভ্রাম্যমান ফার্মাসিতে ঔষধ বিতরণ করা হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।