
ছবি: আপন দেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জবিয়ান উদ্যোক্তা ফোরামের আয়োজনে প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা’। জবির শহিদ সাজিদ ভবনের নিচতলায় আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর, দুই দিনব্যাপী হবে এ মেলা।
এতে অংশগ্রহন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উদ্যোক্তারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীদের অনেকেই উদ্যোগ নিয়ে বিপণন শুরু করলেও পরবর্তীতে প্রেরণা হারিয়ে বেকারত্বের চরম দুর্বিসহ পরিস্থিতি পার করে। তাদের মাঝে উদ্যোক্তা হয়ে উঠার এ প্রেরণাকে সমুন্নত রাখতেই বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন।
আরও পড়ুন<<>> রাকসু নির্বাচন: প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ
আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে স্টল বুকিংয়ের সময়সীমা। দুই দিনব্যাপী এ উদ্যোক্তা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা পাবেন প্রত্যয়নপত্র। থাকছে সেরা স্টল সজ্জা ও সেরা উদ্যোক্তা পুরস্কার। মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের নিয়ে প্রকাশিত হবে বিশেষ ক্রোড়পত্র ও ভিডিওবার্তায় ছড়িয়ে দেয়া হবে তাদের গল্প। উদ্যোক্তা মেলার শেষ আয়োজনে থাকবে কনসার্ট।
আয়োজক কমিটির সমন্বয়ক অমৃত রায় বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আমরা দুই দিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা আয়োজন করছি। জবিয়ান ভাই বোনদের উপকৃত করতে বা উদ্দ্যমী উদ্যোক্তা মনেভাবকে এগিয়ে নিতে সহায়তা করতে পারলেই এ উদ্যোগ সফলতার মুখ দেখবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।