
ছবি : আপন দেশ
বিশেষ বৃত্তি পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান পাঁচটি ব্যাচের শিক্ষার্থীরা। বৃত্তি প্রাপ্ত ব্যাচগুলো হল ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০তম ব্যাচ। তবে এ তালিকা থেকে বাদ পড়েছেন ২০১৯-২০ সেশন অর্থাৎ ১৫ ব্যাচের শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমিন।
দীর্ঘ আন্দোলন ও বঞ্চনা শেষে জবি শিক্ষার্থীরা আলোর মুখ দেখলেও বৃত্তি জোটেনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম আবর্তনের (ব্যাচ) শিক্ষার্তীদের কপালে। ফলে জবি ক্যাম্পাসে একদিকে যেমন খুশি ও আমেজের পসরা অন্যদিকে তেমন ক্ষোভ ও সমালোচনার হাওয়া। বিশেষ বৃত্তির আওতা থেকে বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করছেন ১৫ ব্যাচের শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানিয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছেন তারা। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের পুনর্বিবেচনা দাবি করছেন কেউ কেউ।
বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী সোহান প্রামানিক তার ব্যাক্তিগত ফেসবুক পোস্টে জানান, ১৫ তম আবর্তনকে বৃত্তি থেকে বাদ দেয়া সম্পূর্ণ অযৌক্তিক। আর কয়েকমাসের মধ্যে এরা ক্যাম্পাস থেকে বেড়িয়ে যাবে। জুলাই থেকে জানুয়ারি এ কয়েকমাসের বৃত্তিটা এদের দেয়ার জন্য প্রশাসনের কাছে আহবান করছি। আশা করি জবি প্রশাসনের নেয়া অসঙ্গত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।
আরও পড়ুন<<>>দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
বাংলা বিভাগের ১৫তম আবর্তনের আরেক শিক্ষার্থী ইমরান হাসান ইমন ফেসবুক পোস্টে লিখেন, প্রতিটি আন্দোলনে ১৫তম ব্যাচ, সবার আগে রাজপথে ছিলো। জবিয়ানের স্বার্থে একচুলও ১৫ ব্যাচ ছাড় দেয়নি। সুতরাং, ১৫তম ব্যাচকে ভুলেও বৃত্তির আওতার বাহিরে রাখার চিন্তা করবেন না। না হয় আবার আন্দোলন শুরু হবে,দাবানলের আকার ধারণ করবে, পরবর্তীতে চাইলেও সে আগুন থামাতে পারবেন না।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান লিখেন, যদি মাস্টার্সে অধ্যয়নরতরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকে তাহলে কোন যুক্তিতে আপনি তাদেরকে আবাসন বৃত্তি থেকে বঞ্চিত করবেন? প্রশাসন কী তাদেরকে হলের ব্যবস্থা করে দিয়েছে? যদি না দিয়ে থাকে তাহলে তাদেরকেও তো মেসে থাকতে হচ্ছে। তাদেরও তো মেস ভাড়া দিয়ে থাকতে হয়। ১৫ ব্যাচকে আবাসন বৃত্তির বাইরে রাখার কোনো সুযোগ নেই।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও বিশেষ বৃত্তি কমিটির আহবায়ক প্রফেসর সাবিনা শারমিন বলেন, বিশ্ববিদ্যালেয়ের রানিং ৫টা ব্যাচ এ বৃত্তির আওতায় থাকবে সেক্ষেত্রে ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ ব্যাচ অগ্রাধিকার পাবে।
১৫ ব্যাচ বৃত্তি আওতায় থাকবে কি না এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক অবস্থায় তারা বৃত্তির আওতায় থাকছে না তবে আমরা বিষয়টি বিবেচনায় রেখেছি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।