Apan Desh | আপন দেশ

জকসু নির্বাচন প্রস্তুতিতে পাঁচ সদস্যের কমিটি

জবি প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৪৩, ৭ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:০২, ৭ অক্টোবর ২০২৫

জকসু নির্বাচন প্রস্তুতিতে পাঁচ সদস্যের কমিটি

ছবি: আপন দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (০৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) শেখ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা হাসানকে আহ্বায়ক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমানকে সদস্য–সচিব এবং আইন বিভাগের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞানের অধ্যাপক কানিজ ফাতেমা কাকলী ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. জুলফিকার মাহমুদকে সদস্য করা হয়েছে।

আরও পড়ুন>>>‘রাজনীতির প্যারাডাইম বদলাতে হবে’

আদেশে বলা হয়েছে, কমিটি জকসু নির্বাচন সংক্রান্ত প্রস্তুতির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবে। কেন্দ্রীয় ছাত্র সংসদ বিধি পাস হওয়ার আগ পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসুর রোডম্যাপ প্রকাশ করে। রোডম্যাপ অনুযায়ী আগামীকাল (-৮ অক্টোবর) নির্বাচন কমিশন গঠন ও ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়