Apan Desh | আপন দেশ

জবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক হলেন আলোচিত শিক্ষার্থী খাদিজা

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৮, ১৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:৩২, ১৬ নভেম্বর ২০২৫

জবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক হলেন আলোচিত শিক্ষার্থী খাদিজা

খাদিজাতুল কুবরা। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিসেবে মনোনিত হয়েছেন সাইবার নিরাপত্তা আইনে কারাভোগ করা আলোচিত শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।

রোববার (১৬ নভেম্বর)  ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

যুগ্ম আহবায়ক পদে মনোনয়নের বিষয়টি জানিয়ে খাদিজাতুল কুবরাকে এ চিঠি পাঠানো হয়। 

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রাথমিক সদস্য হিসেবে আপনি নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আপনার সাংগঠনিক সক্রিয়তা ও দক্ষতার মূল্যায়ন করে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। আপনার মেধা ও মননের সহযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যাবলিতে অধিকতর গতিশীলতা তৈরি হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ নির্দেশনা প্রদান করেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। 

আরও পড়ুন<<>>সিলেট-৬ আসনের বিজয় অসম্ভব করছে বিএনপির সম্ভাব্য প্রার্থী

এই বিষয়ে খাদিজাতুল কুবরা বলেন, আমাকে আজ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহবায়ক পদে মনোনীত করা হয়েছে। এ জন্য ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জবি শাখার নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।  শুধু জকসু নির্বাচন কেন্দ্রিক নয়, ভবিষ্যতেও ছাত্রদলের রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রাখবো। সেই প্রত্যয়ে আমি কাজ করে যাবো।

এর আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ আলোচিত শিক্ষার্থী খাদিজাতুল কুবরা জকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।  ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হওয়ার বিষয়ে গুঞ্জন রয়েছে। দলীয় প্যানেল থেকে প্রার্থী হিসেবে মনোনয়নের অংশ হিসেবে এ পদ দেয়া হয়েছে বলে ধারণা করছেন শিক্ষার্থীরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়