ছবি: আপন দেশ
সুদানে চলমান গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (০২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এসময় শিক্ষার্থীরা “ওয়ান, টু, থ্রি, ফোর—গণহত্যা নো মোর”, “গণহত্যা বন্ধ করো, সুদানকে মুক্ত করো”, “সুদানে গণহত্যা চলে, জাতিসংঘ কি করে”—স্লোগান দিতে থাকেন।
সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী অনিক দাস বলেন, “মধ্যপ্রাচ্যভিত্তিক একদল সন্ত্রাসী গোষ্ঠী সুদানের নিরীহ মানুষের ওপর গণহত্যা চালাচ্ছে। সারাবিশ্বের মজলুম এক হয়ে এ ফ্যাসিবাদী সাম্রাজ্যবাদের গদিতে আগুন জ্বালিয়ে দিতে হবে। আজকে সুদানে আমার ভাইয়েরা না খেয়ে মারা যাচ্ছে, গাড়িতে চাপা দিয়ে তাদের হত্যা করা হচ্ছে, বন্দুকের গুলিতে তাদের শেষ নিশ্বাস যাচ্ছে। আমরা এমন পৃথিবী চাই না। আমরা চাই এমন পৃথিবী যেখানে সবার অধিকার সমান থাকবে।”
আপন দেশ<<>>‘বাংলাদেশের শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে’
৩য় বর্ষের শিক্ষার্থী সাকিব বলেন, “কাশ্মীর থেকে উইঘুর, ফিলিস্তিন থেকে মায়ানমার—পরিশেষে সুদান। এ নারকীয় গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ গণহত্যার ব্যাপারে বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলো শুধু বিবৃতি দিচ্ছে। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।”
বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, রাজনেতিক কর্মী ও ক্রিয়াশীল সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































