
ছবি: আপন দেশ
জাকসু নির্বাচনে একাধিক কেন্দ্রে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। অনিয়মের অভিযোগে বন্ধ রয়েছে দুই কেন্দ্রের ভোট গ্রহণ। এর মধ্যে শহীদ তাজউদ্দিন আহমেদ হলে প্রায় ২৩ মিনিট ভোট গ্রহণ বন্ধ। ছবিবিহীন ভোটার তালিকা ও হাতে কালি না লাগানোর কারণে প্রার্থীদের দাবির মুখে এ ঘটনা ঘটে। যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কেন্দ্রটিতে এ ঘটনা ঘটে। পরে ১২টা ১৫ মিনিটে আবার ভোট গ্রহণ শুরু হয়।
আরও পড়ুন>>>‘জামায়াতি কোম্পানির ব্যালট দিয়ে কারচুপির পাঁয়তারা চলছে’
বেলা সাড়ে ১২টার দিকে ভোট কারচুপির অভিযোগ এনে ভোটকেন্দ্রে প্রবেশ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান। এসময় সব ভোটারকে ও নারী প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এতে হলের শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ রাখা হয়। তবে দেড়টার দিকে আবার ভোটগ্রহণ শুরু হয়েছে।
ছাত্রদলের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ
জাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আরিফুল্লাহ আদিব অভিযোগ করেছেন, বিভিন্ন হলে ছাত্রদল তাদের প্যানেলকে ভোট দেয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে, বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছে। এমনকি গার্ডকে পর্যন্ত মারধর করা হয়েছে। ১০ নম্বর হলে ভাসানী হল এবং ২১ নম্বর হলসহ এ হলগুলোতে ছাত্রদলের আধিপত্য লক্ষ্য করা গেছে। জাহানারা ইমাম হলের গার্ডকে মারধর করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
ক্যাম্পাসে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের উপস্থিতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের উপস্থিতি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এ অভিযোগ করেছেন জাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী শেখ সাদী হাসান। দুপুর সাড়ে ১২টায় জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।