Apan Desh | আপন দেশ

চাটুকারিতার সংস্কৃতি পরিহার করতে হবে: সাদ্দাম

জবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:১৮, ১৯ অক্টোবর ২০২৫

চাটুকারিতার সংস্কৃতি পরিহার করতে হবে: সাদ্দাম

ছবি: আপন দেশ

দুর্নীতিবাজি ও তেল-মাথায়-তেল দেয়ার সংস্কৃতি পরিহার করতে হবে। যখন দেশ থেকে দুর্নীতি কমে যাবে, তখনই প্রকৃত দক্ষ জনশক্তিকে মূল্যায়ন করা সম্ভব হবে। এ মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। 

তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়াতে হবে। যাতে গবেষণা ও শিক্ষা খাতে গুণগত উন্নতি সম্ভব হয়। পাশাপাশি সমাজে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা ও সবাইকে নৈতিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি। 

রোববার (১৯ অক্টোবর) শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন (ফিজিক্যালি চ্যালেঞ্জড) শিক্ষার্থীদের ‘অদম্য মেধাবী’ সংবর্ধনা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় নূরুল ইসলাম সাদ্দাম এসব কথা বলেন।

আরও পড়ুন>>>রাকসু নির্বাচনে ২৩৪ পদে একচ্ছত্র বিজয় ছাত্রশিবিরের

সংবর্ধনা অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড মোহাম্মদ বেলাল হোসাইন ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড মো তোহিদ হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্যে মো. তৌহিদ হোসাইন বলেন, ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের প্রতি আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি এখনও ভিন্ন। আমরা তাদের নিয়ে খুব কম ভাবি। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের এ আয়োজনে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

তিনি ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদিও সমাজে অবহেলিত। কিন্তু আখিরাতে আপনাদেরই মর্যাদা হবে সর্বোচ্চ। আপনাদের জন্য বিচার হবে সহজ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়