Apan Desh | আপন দেশ

জবির প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৫, ৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:৫৬, ৫ ডিসেম্বর ২০২৫

জবির প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছবি: আপন দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (০৫ ডিসেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই আমাদের এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। এ বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছেন, সে স্বপ্ন আজ বাস্তবায়নের অন্তিম মুহূর্তে তিনি অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। আমরা তার সুস্থতা কামনা করছি। যাতে তিনি নতুন বাংলাদেশ ও আমাদের স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিনির্মাণে নেতৃত্ব দিতে পারেন। 

আরও পড়ুন<<>>সোমবার থেকে খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
 
আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়