Apan Desh | আপন দেশ

ইসলাম ধর্ম

আমিন আমিন ধ্বনীতে মুখরিত বিশ্ব ইজতেমা ময়দান

আমিন আমিন ধ্বনীতে মুখরিত বিশ্ব ইজতেমা ময়দান

টঙ্গির তুরাগতীরের বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত দেশের বৃহত্তম জুমার নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা জুবায়ের। এরপর মোনাজাত করা হয়। সমগ্র মুসলিম উম্মাহ, দেশ ও দেশের মানুষের জন্য বিশেষ মোনাজাত করা হয়। তাতে লাখো মুসল্লি আমীন আমীন ধ্বনী উচ্চারণ করে। মুখরিত হয়ে উঠে বিশ্ব ইজতেমা ময়দান। গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। এছাড়া তাদের সঙ্গে দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে ভোর থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমা ময়দানে ছুটে আসেন। মূল ময়দানে জায়গা না পেয়ে আশপাশের বিভিন্ন সড়ক, ফুটপাত ও খালি জায়গায় অবস্থান নিয়ে নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি। অনেকেই বাড়ির ছাদ, নৌকা, গাড়ির ছাদে পাটি, পলিথিন, চট ও পত্রিকা বিছিয়ে জুমার নামাজ আদায় করেন।

০২:১৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার

অন্যের দোষ খুঁজে বেড়ানো পাপ

অন্যের দোষ খুঁজে বেড়ানো পাপ

পৃথিবীতে দোষমুক্ত মানুষ নেই। সুতরাং নিজের মধ্যে দোষ রেখে অন্যের দোষ খুঁজে বেড়ানো চরম বোকামি। কোনো ব্যক্তির মন্দ গুণ থাকলে সেসব গুণ প্রকাশ করতে ইসলাম নিরুৎসাহিত করে থাকে। এ বিষয়ে মহানবী (সা.) অন্যের দোষ এড়িয়ে যেতে বলেছেন। রাসুল (সা.) বলেন, তোমাদের কেউ তার ভাইয়ের চোখে পতিত সামান্য ময়লাটুকুও দেখতে পায়, কিন্তু নিজ চোখে পতিত খড়কুটাও (বেশি ময়লা) দেখে না। (সহিহ ইবনে হিববান, হাদিস : ৫৭৬১) যে ব্যক্তি অন্যের দোষ খোঁজে আল্লাহ তার দোষ খোঁজেন। মহানবী (সা.) মানুষের দোষ-ত্রুটি খুঁজতে নিষেধ করেছেন এবং এর মন্দ পরিণতি বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘তোমরা দোষ-ত্রুটি তালাশ করবে না। কারণ যারা তাদের দোষ-ত্রুটি খুঁজে বেড়াবে আল্লাহও তাদের দোষ-ত্রুটি খুঁজবেন। আর আল্লাহ কারো দোষ-ত্রুটি তালাশ করলে তাকে তার ঘরের মধ্যেই অপদস্থ করে ছাড়বেন। (তিরমিজি, হাদিস : ২০৩২) অন্য হাদিসে নবী করিম (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার গোপনীয় বিষয় গোপন রাখবেন। আর যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় ফাঁস করে দেবে, আল্লাহ তার গোপনীয় বিষয় ফাঁস করে দেবেন।

০৯:০১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৪ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

চ্যালেঞ্জ করছি, দুর্নীতির মামলা হবে না: রুমী কোনো ষড়যন্ত্রই বিএনপিকে দমাতে পারবে না: তুহিন শিরোপা জিততে বরিশালের লক্ষ্য ১৯৫ বাস-অটোরিকশা সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩ টসে জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত বরিশালের অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে আ.লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেবে সরকার : আসিফ মাহমুদ নারায়ণগঞ্জের ‘গডফাদার’ শামীম ওসমান কোথায় : জামায়াত আমীর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ফখরুল-খসরু-জাইমা আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প