ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ২৫৯ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৮৫ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৬০ পয়েন্টে।
আরও পড়ুন<<>>বিডি থাইয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২০ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ২৫ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০২০ ও ১৮৯৫ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৫৪টি, কমেছে ৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































