ফাইল ছবি
সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ২৬১ কোম্পানির শেয়ারদর কমেছে। দরপতনের তালিকায় শীর্ষে উঠেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, রোববার (২৮ জুলাই) সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর কমেছে ৩০ পয়সা বা ৩ শতাংশ। এতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
তালিকায় দ্বিতীয় স্থানে ই-জেনারেশনের শেয়ারদর। যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৯৭ শতাংশ কমেছে। তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লিবরা ইনফিউশন। এর শেয়ারদর কমে ২ দশমিক ৯৯৬ শতাংশ।
এ দিন দরপতনের তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হলো- নাহি অ্যালুমিনিয়াম, সালভো কেমিক্যাল, জিকিউ বলপেন, সেন্ট্রাল ফার্মা, ইন্ট্রাকো, গ্লোবাল হেভি কেমিক্যালস এবং নাভানা সিএনজি।
আপন দেশ/কেএইচ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।