ছবি : সংগৃহীত
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সোমবার (২৬ জানুয়ারি) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার যুবারা। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি তাদের। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে সব মিলিয়ে ১৩৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশের ওপেনার জাওয়াদ আবরার মাত্র ৩ বল খেলে ৬ রান করে আউট হন। রিফাত বেগ ও আজিজুল হাকিম তামিম কিছুটা স্থিতি আনার চেষ্টা করলেও, মাত্র ৭২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে দল চাপে পড়ে।
আরও পড়ুন <<>> টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান
মোহাম্মদ আব্দুল্লাহ (২৫) এবং শাহরিয়ার আহমেদ (১৮) কিছুটা লড়াই করার আশা দেখালেও দল বড় স্কোর করতে ব্যর্থ হয়। ইংল্যান্ডের বোলিংয়ে সেবাস্তিয়ান মরগান ৩ উইকেট নেন। রালফি আলবার্ট ও মানি লামসদেন নে ২টি করে উইকেট।
পরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। দ্রুত গতিতে রান তুলতে থাকে তারা। ১৫৫ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিশ্চিত করে ইংলিশ যুবারা।
অধিনায়ক থমাস রিউ ৫০ বলে অপরাজিত ৫৯ রান করেন। কালাব ফালকান ৯ রান অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে আল ফাহাদ ২টি উইকেট নেন, সামিউন বশির রাতুল নেন ১টি।
এ পরাজয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হলো।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































