Apan Desh | আপন দেশ

নতুন রেকর্ডে নাম লেখালেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ২২ জানুয়ারি ২০২৬

নতুন রেকর্ডে নাম লেখালেন রোনালদো

ছবি : সংগৃহীত

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে রেকর্ডটা আদ্যোপান্তভাবে জড়িত। বয়স ৪০ পার করলেও থেমে নেই তিনি। সৌদি প্রো লিগে দামাকের বিপক্ষে গোল করে আরেকটি রেকর্ডে নাম লেখালেন সিআর সেভেন।

বুধবার (২১ জানুয়ারি) সৌদি প্রো লিগে দামাকের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পেয়েছে আল নাসর। সেই ম্যাচে গোল করার মাধ্যমে পেশাদার ফুটবল ক্যারিয়ারে নিজের গোল সংখ্যাকে ৯৬০-এ নিয়ে ঠেকিয়ে হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছে গেলেন পর্তুগিজ মহাতারকা।

৪০ বছর বয়সি এই ফরোয়ার্ডের গোলে আল নাসর লিগে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেছে। বর্তমানে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে রোনালদোর দল, যেখানে এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল হিলাল।

দামাকের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই আব্দুররাহমান ঘারিবের গোলে এগিয়ে যায় আল নাসর। বিরতির পর ম্যাচের ৫০তম মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। গোলটি করার পর তিনি কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে চিরচেনা ‘সুই’ উদযাপনে মাতেন।

৬৮তম মিনিটে দামাক একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত আল নাসরের জয় আটকাতে পারেনি। এই গোলের মাধ্যমে ১৬ ম্যাচে ১৬ গোল করে এবারের আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করলেন রোনালদো।

এই গোলটি রোনালদোকে ব্যক্তিগত অর্জনের এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩১ ম্যাচে ১১৬টি গোল করে ক্লাবটির ইতিহাসের সফলতম বিদেশি গোলদাতার রেকর্ড এখন তার দখলে। তিনি ছাড়িয়ে গেছেন মরক্কোর আব্দেররাজাক হামদাল্লাহকে।

আরও পড়ুন : বাংলাদেশের সমর্থনে আইসিসিকে পাকিস্তানের চিঠি

আল-নাসরের ইতিহাসে দেশি-বিদেশি মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো এখন তিনে; তার ওপরে আছেন মোহাম্মাদ আল সাহলাউই (১৩১ গোল) এবং মাজেদ আবদুল্লাহ (২৫৯ গোল)।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়