Apan Desh | আপন দেশ

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৯, ২৬ ডিসেম্বর ২০২৫

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে

ফাইল ছবি

বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনার মধ্য দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। শুক্রবাার (২৬ ডিসেম্বর) বিকেলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনের আগে বড় আয়োজনের পরিকল্পনা থাকলেও নিরাপত্তা শঙ্কায় তা বাতিল করা হয়। 

তবে একদম সাদামাঠাভাবে উদ্বোধন না করে ছোট পরিসরে অনুষ্ঠানের আয়োজন করেছে বিসিবি। সে অনুষ্ঠানে দেশের জনপ্রিয় তারকারা 
মঞ্চ মাতাবেন।

উদ্বোধনী দিনে রয়েছে দুটি ম্যাচ। বিকেল ৩টায় প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হবে। রাত পৌনে ৮টায় দিনের অপর ম্যাচে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। রাজশাহী-সিলেট ম্যাচের আগে স্টেডিয়ামে ‘ডে লাইট ফায়ার ওয়ার্ক’ প্রদর্শিত হবে। বিপিএলের উদ্বোধন ঘোষণার সময় হবে প্রাথমিক আনুষ্ঠিকতা। এ সময় সন্ত্রাসী হামলায় শহীদ শরীফ ওসমান হাদির স্মারণে এক মিনিট নীরবতা পালন করা হবে।

আরও পড়ুন<<>>বিপিএলের পর্দা উঠছে আজ

তবে শুরুতে কোরআন তিলওয়াত এবং সমন্বিত সুরে উপস্থিত সকলে কণ্ঠ মেলাবেন বাংলাদেশের জাতীয় সংগীতে। এরপর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির কর্মকর্তা ও বিপিএলের গভর্নিং কাউন্সিল তা মাঠে উপস্থিত থেকে উপভোগ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় ভাগ হবে এ ম্যাচ শেষে। যেখানে নাচ ও গানের আয়োজন থাকছে। বিপিএলে অংশ নিতে যাওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। ফুয়াদ মুকতাদিরের কোরিওয়াগ্রাফিতে হবে গানের অনুষ্ঠান। ৪৫ মিনিটের সে অনুষ্ঠান শেষে পৌনে ৮টায় হবে দিনের দ্বিতীয় ম্যাচ। যেখানে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস পরস্পরের মোকাবিলা করবে।

আপন দেশ/জেডআই 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়