বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের অধিনায়ক
টানা দুই জয়ে আগেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। নিয়ম রক্ষায় গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে লাল সবুজের যুবারা। উভয় দলের কাছেই ম্যাচটি মর্যাদার লড়াই।
বুধবার (১৭ ডিসেম্বর) দুবাইয়ে বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ফলে প্রথমে ব্যাট হাতে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে।
দুই দলই গ্রুপপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। রানরেটে কিছুটা এগিয়ে আছে শ্রীলঙ্কা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































