Apan Desh | আপন দেশ

জাহানারাকে যৌন হেনস্তা, তদন্ত কমিটির মেয়াদ বৃদ্ধি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৯, ৩ ডিসেম্বর ২০২৫

জাহানারাকে যৌন হেনস্তা, তদন্ত কমিটির মেয়াদ বৃদ্ধি

ক্রিকেটার জাহানারা আলম : ফাইল ছবি

অস্ট্রেলিয়ায় থাকা জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম এক সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছিলেন। সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। এ পেসারের অভিযোগের ভিত্তিতে গঠিত হয় তদন্ত কমিটি। সে কমিটির প্রতিবেদন দাখিলের সময় ১৫ দিন বাড়ানো হয়েছে।

গত ৮ নভেম্বর তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন ও সুপারিশ জমা দেয়ার সময় বেঁধে দেয়া হয়েছিল। তবে সময়সীমা শেষ হলেও কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি।

এ অবস্থায় বিসিবি এক বিবৃতিতে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় ১৫ দিন বাড়ানোর কথা জানিয়েছে।

আরও পড়ুন<<>>আজারবাইজানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

বিবৃতিতে বলা হয়, তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছিল জাহানারাকে। তবে লিখিত বিবৃতি বা অভিযোগ জমা দেয়ার জন্য কিছুদিন সময় চেয়েছেন তিনি। তাই আরও ১৫ দিন সময় বাড়িয়েছে বিসিবি।

উল্লেখ্য, তদন্ত কমিটির আহবায়ক হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। অন্য চার সদস্য হলেন - বিসিবির পরিচালক রুবাবা দৌলা, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাইমা হক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান।

বিসিবির আশা, ২০ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়