Apan Desh | আপন দেশ

বিপিএলে কোটিপতি নাঈম শেখ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৪, ১ ডিসেম্বর ২০২৫

বিপিএলে কোটিপতি নাঈম শেখ

মোহাম্মদ নাঈম শেখ : ফাইল ছবি

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার (বিপিএল) লিগের নিলাম। ১২তম আসরকে সামনে রেখে দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ১ কোটি ১০ লাখ টাকায় আসরে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। এবারের নিলামে একমাত্র কোটিপতি তিনিই। তাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস।

এত বেশি টাকায় নিলামে বিক্রি হবেন, এটা ভাবেননি তিনিও। আগের বিপিএলে সর্বোচ্চ রান করা নাঈম বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। কোটি টাকায় কেউ কিনবে এভাবে চিন্তা করিনি। ভালো লাগছে। চিন্তা করেছি, আমাকে যে নিলাম থেকে নেবে, তার টিমে আমি খেলব, এটাই আমার ভাবনা ছিল। ও রকম কোনো প্রত্যাশা ছিল না যে কোন দলে যাব, না যাব।

নাঈমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। সেটা ছাড়িয়ে যায় ১ কোটি। নিলামের সে সময়টায় জাতীয় লিগে দিনের খেলা শেষে টিম বাসে ছিলেন নাঈম। আর উপভোগ করছিলেন নিলামটা, নিলামের আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিল নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট । তাই জানতাম আমি অবিক্রীত থাকব না। আমরা যখন মাঠ থেকে টিম বাসে ফিরছিলাম, তখন আমার নাম ঘোষণা করা হয়। হঠাৎ সবাই চিৎকার ও উল্লাস শুরু করে দেয়। যদি ভিত্তিমূল্যেই বিক্রি হতাম, তাতেও কোনো আপত্তি থাকত না। একটু নার্ভাস ছিলাম। আমার বিপিএল ক্যারিয়ারে এমন ঘটনার স্বাক্ষী প্রথমবার হলাম। এজন্য মূহুর্তটি সারাজীবন স্মরণে থাকবে। খুব মজার ছিল।

আরও পড়ুন<<>>অলিম্পিক অ্যাসোসিয়েশনে নতুন নেতৃত্ব

এদিকে কোটির কাছাকাছি দ্বিতীয় সর্বোচ্চ ৯২ লাখ টাকায় রংপুর রাইডার্সে তাওহিদ হৃদয়। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কও রংপুরে, তিনি পেয়েছেন তৃতীয় সর্বোচ্চ ৭০ লাখ। সমান ৬৮ লাখ টাকায় দল পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব। সাইফকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করেছে ঢাকা ক্যাপিটালস আর তানজিম রাজশাহী ওয়ারিয়র্সে।

পঞ্চম সর্বোচ্চ ৫৬ লাখ টাকা পাবেন শামীম হোসেন পাটোয়ারি ও নাহিদ রানা ঢাকা ও রংপুরের কাছ থেকে। মোহাম্মদ মিঠুনও ভালো দাম পেয়েছেন। ৫২ লাখ টাকায় তিনি ঢাকায়। ষষ্ঠ সর্বোচ্চ পারিশ্রমিক তার। রাইজিং স্টার এশিয়া কাপে ৩৫ বলে সেঞ্চুরি করা হাবিবুর রহমান সোহানকে ৫০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। তিনি আছেন দামি খেলোয়াড়ের তালিকায় সাতে।

৪৭ লাখ টাকায় খালেদ আহমেদ সিলেটে। ইয়াসির আলী ও আব্দুল গাফফার (রাজশাহী), শরিফুল ইসলাম (চট্টগ্রাম) তিনজনই ৪৪ লাখ করে পাবেন পারিশ্রমিক। দশম সর্বোচ্চ ৪২ লাখ টাকায় রংপুরে স্পিনার রাকিবুল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়