ছবি : আপন দেশ
অবশেষে বদলে গেল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নেতৃত্ব। সভাপতির পদটি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের জন্য নির্ধারিত থাকলেও বাকি সব পদে নির্বাচন করে আসতে হয়। সে অনুযায়ী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে সংস্থাটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন।
৩৬ সদস্যের নির্বাহী কমিটির মধ্যে ভোট হয়েছে শুধু উপমহাসচিবের দুটি পদে। ৭৬ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেছেন। সর্বাধিক ৭০ ভোট পেয়ে এক নম্বর উপমহাসচিব নির্বাচিত হয়েছেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।
৬৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খান। ১৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ।
বিওএর উপমহাসচিব পদ তিনটি। এর মধ্যে দুটি অলিম্পিকভুক্ত ফেডারেশন কোটার ও একটি বিওএর পেট্রোন কোটার। পেট্রোন কোটার পদে একমাত্র প্রার্থী ছিলেন বিসিবির পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন। তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অলিম্পিকভুক্ত ফেডারেশন কোটার দুই পদের জন্য ভোটের লড়াই হয়েছিল মাহবুবুর রহমান শাহিন, তানভীর আহমেদ ও এমএ কুদ্দুস খানের মধ্যে।
আরও পড়ুন<<>>শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি
বিওএ’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি
সভাপতি: জেনারেল ওয়াকার-উজ-জামান।
সহসভাপতি: আবদুল হাই সরকার, ড. মো. নাঈম আশফাক চৌধুরী, আবদুস সালাম, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং ইমরোজ আহমেদ।
মহাসচিব: মো. জোবায়েদুর রহমান (রানা)।
উপমহাসচিব: মাহবুবুর রহমান শাহীন, এম এ কুদ্দুস খান ও মোহাম্মদ আমজাদ হোসেন।
কোষাধ্যক্ষ: সাইফুল ইসলাম।
সদস্য: রাসেল কবির সুমন, আতিকুল হাফিজ, হাবিবুর রহমান জামিল, সালাউদ্দিন আহমেদ, রিয়াজুল হাসান, ওয়েস হুদা, মাকসুদ আলম, মাকসুদ আহমেদ, হাসানুজ্জামান খান বাবলু, ফারুক হাসান, মহিউদ্দিন আহমেদ, মো. আশিক সাঈদ, কামরুল ইসলাম , আব্দুল্লাহ আল জহির স্বপন, সৈয়দ আবুল বশর, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, আবিবুল বারী আয়হান, শাহজাদা আলম, মশিউর রহমান, ফিরোজা করিম নেলী, ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর, আব্দুল্লাহ হেল বাকী, মো. সেলিম ফকির, কাজী নজরুল ইসলাম, ফারহাদ জেসমিন লিটি।
বিওএ’র নির্বাহী কমিটি সভাপতিসহ ৩৭ সদস্যের হলেও একজন কম থাকছে আইওসির প্রতিনিধি না থাকায়। ৩৬ সদস্যের নতুন যে কমিটি হতে যাচ্ছে সেখানে মাত্র তিনজন বিদায়ী কমিটির। সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর ও ফিরোজা করিম নেলী ছাড়া আগের কমিটির বাকিরা বিদায় নিলেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































