Apan Desh | আপন দেশ

সন্ধ্যায় মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছেন আফঈদারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৪, ২৬ নভেম্বর ২০২৫

সন্ধ্যায় মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছেন আফঈদারা

ছবি: বাফুফে

আগামী বছর অস্ট্রেলিয়ায় বসছে এএফসি নারী এশিয়ান কাপ ফুটবলের আসর। প্রথমবার মহাদেশীয় এ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এ আসর সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে দিয়েছে লাল সবুজের ফুটবল কন্যারা। তারই অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে প্রথম পরীক্ষা দিতে নামছেন আফঈদা খন্দকারের দল। স্বাগতিক মেয়েদের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া। 

বাংলাদেশ, মালয়েশিয়া ছাড়াও এ ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে ইউরোপের দল আজারবাইজান। দেশটির নারী দলের বাংলাদেশ আগমনই প্রথম এশিয়া সফর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে রাশিয়ার বিপক্ষে খেলেছিল। তবে সিনিয়র দলের এটাই প্রথম কোনো ইউরোপের সঙ্গে খেলার অভিজ্ঞতা হবে। 

ফিফা র‌্যাংকিংয়ে ৭৪ নম্বরে থাকা আজারবাইজান ঢাকায় এসেছে ফিফা নারী বিশ্বকাপের বাছাইয়ের প্রস্তুতি নিতে। ২০২৭ সালে ব্রাজিলে নারী বিশ্বকাপ। ইউরোপের বাছাইয়ে আজারবাইজান পড়েছে হাঙ্গেরি, নর্থ মেসেডোনিয়া ও অ্যান্ডোরার সাথে ‘সি’ গ্রুপে।

আরও পড়ুন<<>>চিলিকে উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের

ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, আমি আগেও বলেছি আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। তাদের বিরুদ্ধে কিভাবে খেলবো সে সম্পর্কে কোচ ইতোমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন। ইনশাআল্লাহ টুর্নামেন্টে আমরা ভাল কিছু করে দেখাবো ও দেশকে ভাল ফুটবল উপহার দেবো।

থাইল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক দুই ম্যাচের প্রীতি সিরিজে বাংলাদেশ যে ভুলগুলো করেছে সেগুলো শুধরে ওঠা জরুরি বলেও মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক। থাইল্যান্ডের মাটিতে গত মাসে দুটি প্রীতি ম্যাচে বাংলাদেশ যথাক্রমে ৩-০ ও ৫-১ গোলে পরাজিত হয়েছে। সাম্প্রতিক এই পারফরম্যান্সের বিষয়ে আফঈদা বলেন, আমরা ভুল থেকে শিক্ষা নেওয়ারর চেষ্টা করছি। থাইল্যান্ডের বিপক্ষে যা হয়েছে আশা করছি সে ভুল আবারও হবে না।

জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় ভুটানে নারী লিগে খেলছে। খেলোয়াড়দের অনিয়মিত উপস্থিতি পুরো দলের পারফরম্যান্সে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না এমন প্রশ্নের উত্তরে আফঈদা বলেন যারা ভুটানের লিগে খেলেছে তারা ইতোমধ্যে ক্যাম্পে যোগ দিয়েছে। গত ২৫ দিন যাবত তারা এ ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুতি নিয়েছে। এখন দলের সকলের মধ্যে দারুন একটি সমঝোতা রয়েছে।

আগামী ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়