Apan Desh | আপন দেশ

বন্ধু মুশফিকের কীর্তিতে আপ্লুত তামিম

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩০, ১৮ নভেম্বর ২০২৫

বন্ধু মুশফিকের কীর্তিতে আপ্লুত তামিম

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেটের দুই ধ্রুব তারা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দীর্ঘ সময় জুড়ে একসঙ্গে জাতীয় দলে খেলেছেন তারা। বর্তমানে তামিম ক্রিকেট থেকে দূরে। মুশফিক সীমিত হয়ে গেছেন শুধুমাত্র টেস্ট ফরম্যাটে। ঠিক এমন সময়ে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মাইলফলকের সামনে দাঁড়িয়ে এ উইকেটরক্ষক ব্যাটার।

বুধবার (১৯ নভেম্বর) মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামলেই তিন অঙ্কের টেস্ট সংখ্যা স্পর্শ করবেন মুশফিকুর রহিম। মুশফিকের এ বিশেষ টেস্টকে সামনে রেখে ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তামিম ইকবাল। মুশফিকের ঘনিষ্ঠ বন্ধু তামিম। বন্ধুর এ কীর্তিতে তাই আপ্লুত তামিম।

আরও পড়ুন<<>> রাতে ভারতের মুখোমুখি হচ্ছেন হামজারা

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম মুশফিককে নিয়ে লিখেছেন, তোকে নিয়ে বলার আছে অনেক কিছু্ই। সে ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি, বয়সভিত্তিক ক্রিকেটে, বিভিন্ন পর্যায়ে, রুমমেট ছিলাম অনেকবার। কাছ থেকে দেখেছি তোকে। কোনো এক সময় কোন এক উপলক্ষ্যে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলব সবকিছু।

তামিম আরও যোগ করেন, তবে আজকের দিনের জন্য শুধু একটিই কথা, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। আশা করি, ভবিষ্যতে এ অর্জনে তোর পাশে নাম লেখাবে আরো অনেকেই।
কিন্তু তুই প্রথম, এটা তোরই প্রাপ্য।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়