
ছবি: সংগৃহীত
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর সমাপ্তি ঘটিয়েছিলে বাংলাদেশ। দুর্দান্ত এক জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একই ঘটনা ঘটল। দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ।
কিন্তু আবারও সে নুরুল হাসান সোহানই লড়াই করে দলকে উদ্ধার করলেন। রোমাঞ্চকর সে লড়াইয়ে সোহানকে যোগ্য সঙ্গ দেন শরিফুল। শেষ দিকে দুটি চার মেরে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন এ পেসার। তাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।
সেই সঙ্গে টি-টোয়েন্টিতে প্রথমবার টানা চার সিরিজ জয়ের কীর্তি গড়ল বাংলাদেশ। এর আগে তিনবার টানা তিন সিরিজ জয়ের কীর্তি ছিল তাদের। সবশেষ শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি সিরিজ জয় এসেছে। এবার যোগ হলো আরও একটি। সব মিলিয়ে এ প্রথম টানা চার সিরিজ জিতল বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের করা ৫ উইকেটে ১৪৮ রানের লক্ষ্যে ছুটেছে বাংলাদেশ। এবার শুরুতেই একশ রানের উদ্বোধনী জুটি আসেনি। শুরুর ধাক্কা সামলাতে হয়েছে মিডলঅর্ডারদের। গত ম্যাচের মতো এবার তারা হতাশ করেননি। দুই ওপেনারের দুজনই ২ রান করে ফিরলেও মিডলঅর্ডারের সবাই রান পেয়েছেন।
জাকের আলি অনেকদিন পর ব্যাটে বিশের ওপর রান পেয়েছেন। ২৫ বলে ২ টি করে চার ও ছক্কায় ৩২ করেন। তার সঙ্গে ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ করেন শামীম হোসেন। দুজনের জুটি দাঁড়ায় ৫৬ রান। শেষদিকে দ্রুত আরও নাসুম, রিশাদ, মোহাম্মদ সাইফউদ্দিন আউট হলে আবার ম্যাচ হেলে পড়ে আফগানিস্তানের দিকে।
আরও পড়ুন<<>>সহজ ম্যাচে কঠিন জয় বাংলাদেশের
তখনও জয় থেকে ১৮ রান দূরে বাংলাদেশ। এবার শরিফুলেল ৬ বলে ২ চারে ৯ রান ও সোহানের সঙ্গে তার দ্রুত ১৯ রানের জুটিতে ম্যাচ নিশ্চিত হয় বাংলাদেশের।
এর আগে আফগানিস্তান ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৪৭ রান। ইব্রাহিম জাদরান (৩৮) ও গুরবাজ (৩০) ইনিংসকে এগিয়ে নেন, আর শেষ দিকে মোহাম্মদ নবী (২০*) ও আজমতউল্লাহ ওমরজাই (১৯*) দ্রুত রান এনে দলকে লড়াইয়ের পুঁজি দেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নেন দুটি করে উইকেট, শরিফুল দেন মাত্র ১৩ রানে একটি উইকেট।
তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন ২-০ ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করল এক ম্যাচ হাতে রেখেই। শেষ ম্যাচটি হবে কেবল নিয়মরক্ষার।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।