Apan Desh | আপন দেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৫, ২০ সেপ্টেম্বর ২০২৫

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।

শ্রীলঙ্কা গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠেছে। সুপার ফোরে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো হবে ২৪ সেপ্টেম্বর ভারত ও ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে। সুপার ফোরের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ এখনও চারটি টি-টোয়েন্টি খেলেছে, যার মধ্যে দুইটিতে জয়, দুইটিতে হার। বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি খেলেছিল ২০২১ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

আরওপড়ুন<<>>ওয়ানডে-টেস্ট খেলতে বাংলাদেশ আসবে পাকিস্তান

ওয়ানডেতে চার ম্যাচে বাংলাদেশ জিতেছে একটিতে, যা ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে।

আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন, দলের সঙ্গে যুক্ত হয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়