Apan Desh | আপন দেশ

ওয়ানডে-টেস্ট খেলতে বাংলাদেশ আসবে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৬, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:০৮, ২০ সেপ্টেম্বর ২০২৫

ওয়ানডে-টেস্ট খেলতে বাংলাদেশ আসবে পাকিস্তান

ফাইল ছবি

এ মুহুর্তে সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে ভাল সময়ই কাটাচ্ছে টাইগাররা। শনিবার (২০ সেপ্টেম্বর) সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লিটন দাসের দল। পরের দুই ম্যাচে লাল সবুজের প্রতিনিধিরা মোকাবিলা করবে ভারত ও পাকিস্তানকে। 

এশিয়া কাপ শেষে আগামী বছরই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক সে আসরের পর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের। ঢাকার মাটিতে পা রাখার আগে অবশ্য নিজেদের মাঠে অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে পাকিস্তান।

বাংলাদেশ সফরে দুইটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান। আইসিসির ভবিষ্যৎ সূচি (এফটিপি) অনুযায়ী, আসন্ন এ সিরিজে টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তানের। তবে পাকিস্তানের পরবর্তী সফরে টি-টোয়েন্টি সিরিজ হবে না বলে জানা গেছে।

আরও পড়ুন<<>>আজ সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা

আগামী বছরের মার্চের শেষ সপ্তাহে বাংলাদেশে পা রাখবে পাকিস্তান। ২৬ মার্চ শুরু হতে পারে দুই দলের লড়াই। দুই টেস্টের একটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আরেকটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে।

সিরিজ চূড়ান্ত হলেও এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সিরিজ নিয়ে বিসিবি নিজেদের পরিকল্পনা পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। সেখান থেকে সাড়া পাওয়ার পর চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে। পাকিস্তান সিরিজের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে আতিথ্য দেয়ার কথা রয়েছে টাইগারদের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়