
জর্ডান কক্স
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বল খেলে ১০ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন ইংল্যান্ডের জর্ডান কক্স। ঘরোয়া টুর্নামেন্ট দ্য হানড্রেডে ওভাল ইনভিনসিবলসের হয়ে এ রেকর্ড গড়েন তিনি।
কক্স ছাড়া আরও একজন এ কীর্তি গড়েছেন, তিনি ভারতের অভিষেক শর্মা। ২০২৪ সালে ঘরোয়া টি-টোয়েন্টিতে পাঞ্জাবের হয়ে মেঘালয়ের বিপক্ষে ২৯ বলে ১১ ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের এ বিস্ফোরক ব্যাটার। ওয়েলস ফায়ারের বিপক্ষে ২৯ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জর্ডান কক্স। ১০টি ছক্কা ও ৩টি চারে এ স্কোর গড়েন তিনি।
ইনিংসের প্রথম দুই বল ডট দেয়ার পর তৃতীয় বলে প্রথম রানের দেখা পান কক্স। প্রথম আট বলে করেন ৮ রান। এরপরই শুরু হয় কক্সের তাণ্ডব। পরের ২১ বলে ১০টি ছক্কা আর ২টি চার হাঁকান তিনি। ১০ ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন এ ব্যাটার। দ্য হানড্রেডের এক ইনিংসে এটি যৌথভাবে সর্বোচ্চ ছক্কা।
আরওপড়ুন<<>>কুকুরের মাংস খেয়ে চিলাচ্ছ কেন? শহীদ অফ্রিদিকে ইরফান
২০২১ সালে হেডিংলিতে সুপারচার্জারসের বিপক্ষে লিয়াম লিভিংস্টোনের ৯২ রানের ইনিংসেও ছিল ১০ ছক্কা। বার্মিংহাম ফনিক্সের হয়ে খেলা লিভিংস্টোন অবশ্য বল খেলেছেন ৪০টি।
কক্সের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের দিনে রেকর্ড গড়েছে ওভাল ইনভিনসিবলসও। নির্ধারিত ১০০ বলে তাদের করা ৪ উইকেটে ২২৬ রান হানড্রেডের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের রেকর্ড ছিল ২০২২ সালে ম্যানচেস্টার অরিজিনালসের করা ২০৮ রান। রান তাড়ায় নেমে ওয়েলস ফায়ার ১৪৩ রানে থামলে ৮৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কক্সের দল।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।