 
										ছবি: সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো নতুন মৌসুম শুরুর আগে নিজের সেরা ফর্ম ধরে রাখতে ব্যস্ত। তারই ধারাবাহিকতায় প্রাক মৌসুমে রিও অ্যাভেকের বিপক্ষে মাঠে নেমেছিল তার দল আল নাসর। ম্যাচে রোনালদোর রোমাঞ্চকর হ্যাটট্রিকে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে সৌদি ক্লাবটি।
শুক্রবার (০৮ আগস্ট) এস্তাদিও আলগার্ভ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে আল নাসর। লিড নিতেও বেশি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়নি তাদের। ১৫ মিনিটেই এগিয়ে যায় তারা।
আরওপড়ুন<<>>ইসরায়েলি হামলায় ‘ফিলিস্তিনের পেলে’ নিহত
এরপর বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪৪ মিনিটে রোনালদো স্কোর করলে ব্যবধান আরও বেড়ে যায়। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
বিরতির পর ম্যাচের ৬৩তম মিনিটে বল জালে পাঠিয়ে জোড়া গোল পূর্ণ করেন রোনালদো। এর ঠিক পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করেন এ পর্তুগিজ সুপারস্টার। একই সঙ্গে দলকে ৪-০ ব্যবধানের জয় এনে দেন সিআরসেভেন।
উল্লেখ্য, রোববার (১০ আগস্ট) স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার বিপক্ষে প্রাক মৌসুমের আরেকটি ম্যাচে মাঠে নামবে আল নাসর।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































