
ফাইল ছবি
নানা শঙ্কা আর অনিশ্চয়তার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নাকভি টুর্নামেন্টের সূচি জানিয়ে দিয়েছেন। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত, আয়োজক সংযুক্ত আরব আমিরাত।
টি-টোয়েন্টি সংস্করণের এ টুর্নামেন্টের আগে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক লিটন দাস অন্তত একটি সিরিজ খেলতে চেয়েছিলেন। বিসিবিও লম্বা বিশ্রাম না দিয়ে লিটন দাসদের খেলার মধ্যে রাখতে চায়। এজন্য টি–টোয়েন্টি সিরিজ আয়োজনের চেষ্টা চলছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানালেন, আমরা চাইছি এশিয়া কাপের আগে অন্তত একটি প্রস্তুতি সিরিজ খেলতে। শুরুতে ভারতের বিপক্ষে একটি সিরিজের পরিকল্পনা ছিল। তারা আসবে এমন হিসেব করেই আমরা প্রস্তুতিও নিচ্ছিলাম। কিন্তু সূচি পরিবর্তন হওয়ায় এখন তারা আসছে না।
এফটিপিতে দেখা যাচ্ছে, আগস্টে আয়ারল্যান্ড ছাড়া বাকি টেস্ট খেলুড়ে দেশ ব্যস্ত থাকবে। তাই তো বিকল্প হিসেবে নেপাল ও নেদারল্যান্ডসও বিসিবির ভাবনায় আছে বলে জানালেন ফাহিম, এ মুহূর্তে বড় কোনো দল খেলার জন্য ফ্রি নেই। আমরা তাই দেখছি, নেপাল বা নেদারল্যান্ডসের সঙ্গে একটা সংক্ষিপ্ত সিরিজ আয়োজন করা যায় কি না। ঘরের মাঠে না পারলে বাইরে গিয়েও খেলতে পারি। যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্তে পৌঁছাতে চাই। সবকিছু ঠিক হলে দ্রুত জানিয়ে দেয়া হবে।
প্রধান কোচ ফিল সিমন্স ১৫ আগস্ট ফিরবেন বাংলাদেশে। পাকিস্তান সিরিজ শেষ করে ক্রিকেটাররা নিজ নিজ পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। কোচিং স্টাফরাও রয়েছেন ছুটির আমেজে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।