Apan Desh | আপন দেশ

রাতে ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ১৪ সেপ্টেম্বর ২০২৫

রাতে ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ

এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান

ভারত আর পাকিস্তান, এই দুটি নাম একসঙ্গে উচ্চারিত হলেই যেন যুদ্ধ যুদ্ধ ভাব চলে আসে। সেটা হোক বাকযুদ্ধ, সীমান্তে বন্ধুক যুদ্ধ, আকাশ পথে ক্ষেপনাস্ত্র যুদ্ধ কিংবা খেলার মাঠে যুদ্ধ। মাত্র তিনেক আগে সামরিক সংঘাতে লিপ্ত হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী এ দুই দেশ। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) আরেকবার যুদ্ধে নামছে পাকিস্তান ও ভারত। তবে এটি সামরিক যুদ্ধ নয়, ক্রিকেটে। 

চলমান এশিয়া কাপে 'এ' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। রাজনৈতিক যুদ্ধের স্মৃতি ভুলে ক্রিকেটে মনোযোগ দিতে আগ্রহী দু'দলই। ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন অন্য কিছু। পুরো ক্রিকেট বিশ্বই কাল তাকিয়ে থাকবে এ ম্যাচের দিকে। মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া উভয় দলই। দুই দলেরই নজর এ ম্যাচ জিতে সুপার ফোরে এক ধাপ এগিয়ে যাওয়া। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। 

গত এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় মে মাসে সংঘাতে জড়িয়ে পড়ে ভারত-পাকিস্তান। চার দিন সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মতি হয় দু'দেশ। তবে সে সাময়িক যুদ্ধের রেশ প্রভাব ফেলে ক্রিকেট মাঠে। 

গত জুলাই বিশ্ব চ্যাম্পিয়নশিপ লিজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে নামেনি ভারত। এতে ম্যাচটি পরিত্যক্ত হয়। তাই এশিয়া কাপে ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকায় এ ম্যাচ নিয়েও শঙ্কা ছিল। এমনকি, এশিয়া কাপে ভারত- পাকিস্তান ম্যাচ বাতিল চেয়ে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আবেদন করা হয় ভারতের সুপ্রিম কোর্টে। আইনের চার শিক্ষার্থী এ পিটিশন করেন। গত বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন খারিজ করেছেন বিচারপতি জেকে মহেশ্বরি ও বিজয় বিষ্ণয়ের বেঞ্চ।

তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে কাল ক্রিকেট মাঠে ব্যাট-বল হাতে লড়তে নামবে ভারত ও পাকিস্তান। নিজেদের ফোকাস মাঠের লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় দু'দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে ভারতের বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মরণে মর্কেল বলেন, পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার জন্য পুরো দল মুখিয়ে আছে। সম্প্রতি দারুণ ফর্মে আছে পাকিস্তান। তাদের একেবারেই হালকা ভাবে নিচ্ছি না। ভালো খেলা ও মাঠের ক্রিকেটেই সবার নজর। 

আরও পড়ুন<<>>দাপুটে জয়ে এশিয়া কাপে উড়ন্ত সূচনা লিটনদের

তিনি আরও বলেন, আমরা সব সময়ই প্রতিপক্ষের শক্তিশালী ও দুর্বল দিকের প্রতি নজর দিয়ে থাকি। এ ম্যাচেও ব্যতিক্রম হবে না। দিনের শেষে নিজেরা কেমন খেলছি সেটিই সবচেয়ে বড় বিষয়। তরুণ ক্রিকেটারদের নিয়ে আমরা দল গড়েছি। এবারের এশিয়া কাপ দলের প্রত্যেকের কাছে শেখার মঞ্চ। যেকোনো মূল্যে এ টুর্নামেন্ট আমরা আমরা জিততে চাই।

ভারত-পাকিস্তান উভয় দলই বড় ব্যবধানের জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। অন্যদিকে, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারায় ভারত। ভারতের বিপক্ষে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন। 

তিনি বলেন, আমরা জানি, ভারত অনেক শক্তিশালী দল। তিন বিভাগেই দুর্দান্ত পারফর্ম করে চলেছে তারা। বর্তমানে টি- টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। আমরা ভালো করেই জানি, ম্যাচটির গুরুত্ব। এ ম্যাচে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবং আমরা যেকোনো পরীক্ষা দিতে প্রস্তুত আছি।

এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে এ পর্যন্ত ১৯ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এর মধ্যে ভারত জয় পেয়েছে ১০ ম্যাচে, পাকিস্তান ৬ ম্যাচে। ৩টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। শুধুমাত্র টি-টোয়েন্টিতে ১৩ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এরমধ্যে ভারত ৯ বার ও পাকিস্তান ৩ বার জিতেছে। ১টি ম্যাচ টাই হয়। টাই হওয়া ম্যাচ বল আউটে জয় পায় ভারত।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়