Apan Desh | আপন দেশ

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৬, ১৪ সেপ্টেম্বর ২০২৫

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের এ রোমাঞ্চকর লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

রোববার (১৪ সেপ্টেম্বর)  দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। এরআগে টি-টোয়েন্টিতে দুই দল ১৩ বার মুখোমুখি হয়। এর মধ্যে ১০ বার ভারত জিতেছে।

সবশেষ ভারত-পাকিস্তানের দেখা হয়েছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়েছিল রোহিত শর্মার দল।

আরওপড়ুন<<>>আর্জেন্টিনার দেখানো পথেই হাটল ব্রাজিল!

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। অনলাইনে সরাসরি সম্প্রচার করবে টফি। দর্শকরা টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস) ব্যবহার করে মোবাইলে ম্যাচটি উপভোগ করতে হবে।

ভারত: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, স্যাঞ্জু স্যামসন, শিভম ডুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তান: শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, ফখর জামান, আঘা সালমান (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়